অর্পিতা দে ,দেশের সময়:
সময়টা প্রায় সকাল ৬টা। কলকাতা ময়দানের সবুজ ঘাসের বুকে প্রাতঃভ্রমণকারীর দল তখন কয়েকমাইল হেঁটে, দৌড়ে কিংবা শরীর চর্চায় ব্যস্ত, ওরা তখন ব্যস্ত রাগবি প্র্যাক্টিসে৷ সামনেই আন্তর্জাতিক স্তরের খেলায় অংশগ্রহণ করতে যেতে হতে পারে বিদেশে৷
ওরা অর্থাৎ পুনম, সোনালী, সুমন অথবা সন্ধ্যা; কেউ এসেছে উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রাম থেকে আবার কেউবা রাঢ় বাংলার আদিবাসী পরিবার থেকেআবার কে বা কলকাতার। পরিবারের মানুষ কেউ কাজ করেন চা বাগানে, কেউ লোকের বাড়িতে রান্নার কাজ করেন কেউবা ঝাড়ু দেন৷ পুনম কিংবা সোনালীদের পারিবারিক পরিচয় এটাই। কিন্তু ওরা নিজেরা আজ ভারতীয় মহিলা রাগবি দলের হয়ে আন্তর্জাতিক স্তরে নিজের দেশকে উপস্থাপিত করে৷ দেখুন- ভিডিও: