3S Studio : গোবরডাঙ্গার থ্রিএস স্টুডিও থেকে সৌমেনের ভাস্কর্য আরব সাগরের পাড়ে, ডানা মেলছে স্বপ্নরা : দেখুন .ভিডিও

0
613

অর্পিতা বনিক, গোবরডাঙা: ছোট থেকেই তাঁর ভাস্কর্যের প্রতি টান। যখন সবে ক্লাস টু, গোবরডাঙার বাসিন্দা দীপক দাঁর হাত ধরে ভর্তি হয়েছিলেন রেনেসাঁস ইন্সটিটিউটে। শিশুমনের ভাবনাকে রং তুলিতে ফুটিয়ে তোলার চেষ্টার শুরু তখনই। পরে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়। ভাবনার পরিসর বেড়েছে। কিন্তু শিল্পকলাকে ছাড়তে পারেননি গোবরডাঙার সৌমেন কর। বরং তাঁর মনে আরও বেশি করে ডানা মেলেছে কল্পনার জগৎ। দেখুন ভিডিও

একসময় রং তুলিকে পিছনে ফেলে তাঁর সৃষ্টিকর্মে প্রাধান্য পেয়েছে ভাস্কর্য। আর তারই টানে গোবরডাঙা হিন্দু কলেজে বি. কম অনার্স নিয়ে পড়াশোনা করলেও ফের ভর্তি হন কলকাতায় গভর্মেন্ট আর্ট কলেজে। সেখান থেকে ভাস্কর্যে স্নাতক ডিগ্রি অর্জন করার পর মাস্টার্স করতে চলে যান বরোদায়। সেখানে মহারাজ শিয়াজি ইউনিভার্সিটি থেকে মডার্ন ক্রিয়েটিভ আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। গোটা দেশেই তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। এখনও হয়ে চলেছে। ঝুলিতে এসেছে সর্বভারতীয় স্তরের বহু পুরস্কার।

আগামী ২৭ ডিসেম্বর সৌমেনবাবু তাঁর শিল্পকর্মের সম্ভার নিয়ে যাচ্ছেন জাহাঙ্গীরে। সেখানে চতুর্থবারের জন্য প্রদর্শিত হবে তাঁর ভাস্কর্য। এর আগে ২০০১, ২০০৬, ২০১৫ সালে তাঁর ভাস্কর্য প্রদর্শিত হয়েছে সেখানে। এবার ১৮টি ব্রোঞ্জের ভাস্কর্য ও ১৬টি ছবি নিয়ে সেখানে হাজির হচ্ছেন তিনি। প্রদর্শনী চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত।

Previous articleJyotipriya Mallick : ‘সান্ত্বনা দিতেও আসেনি কেউ’, হাবড়া অগ্নিকাণ্ডের ঘটনায় পরিদর্শনে এসে রেলের বিরুদ্ধে সুর চড়ালেন জ্যোতিপ্রিয়
Next articleVijay Divas 2022: দেশজুড়ে একাত্তরের বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিজয়োৎসব পালন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ভারতীয় সেনাবাহিনীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here