গত পাঁচ বছরের মধ্যে শীতলতম বড়দিন দেখল শহর। সোমবার ঠাণ্ডা কিছুটা কমেছিল। মেঘলা ছিল আকাশ। কিন্তু মঙ্গলবার যথারীতি হাজির শীত। শুধু কলকাতা নয়, পারদ কমেছে জেলাতেও। বড়দিন কাটবে বেশ ঠান্ডা আমেজে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.০ ডিগ্রি সেলসিয়াস। যা গত দু’দিনের তুলনায় সামান্য বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, টানা তিন–চার দিন তাপমাত্রার নিম্নগতির পর একটু থমকে যায়। দার্জিলিঙে এদিন সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা নেমে হয় ২.৫ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা ছিল পুরুলিয়াতেও। সেখানে পারদ নেমেছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। পানাগড়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ৮.৬, কাঁথিতে ৯.০, কলাইকুণ্ডায় ৯.৪, বাঁকুড়ায় ১০.১, শ্রীনিকেতনে ১০.২, উলুবেড়িয়ায় ১০.৪, ব্যারাকপুরে ১০.৮, দিঘায় ১০.৮। কনকনে শীত উপভোগ করা যাবে কবে? আবহাওয়া দপ্তর জানিয়েছে, ডিসেম্বরের শেষে কলকাতায় ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসই স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে নামে জানুয়ারিতে। ঠাণ্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। বেশ কিছু জেলায় দৃশ্যমান্যতা এক কিলোমিটারের নীচে নেমে গিয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে একটু বেলা বাড়তেই উঠছে ঝকঝকে রোদ। ফলে কুয়াশা কেটে সুন্দর ঠাণ্ডা ভাব অনুভূত হচ্ছে। পারদ নামছে দক্ষিণবঙ্গেও।
বড়দিন কাটবে বেশ ঠান্ডা আমেজে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.০ ডিগ্রি সেলসিয়াস। যা গত দু’দিনের তুলনায় সামান্য বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, টানা তিন–চার দিন তাপমাত্রার নিম্নগতির পর একটু থমকে যায়। দার্জিলিঙে এদিন সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা নেমে হয় ২.৫ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা ছিল পুরুলিয়াতেও। সেখানে পারদ নেমেছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। পানাগড়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ৮.৬, কাঁথিতে ৯.০, কলাইকুণ্ডায় ৯.৪, বাঁকুড়ায় ১০.১, শ্রীনিকেতনে ১০.২, উলুবেড়িয়ায় ১০.৪, ব্যারাকপুরে ১০.৮, দিঘায় ১০.৮। কনকনে শীত উপভোগ করা যাবে কবে? আবহাওয়া দপ্তর জানিয়েছে, ডিসেম্বরের শেষে কলকাতায় ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসই স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে নামে জানুয়ারিতে। ঠাণ্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। বেশ কিছু জেলায় দৃশ্যমান্যতা এক কিলোমিটারের নীচে নেমে গিয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে একটু বেলা বাড়তেই উঠছে ঝকঝকে রোদ। ফলে কুয়াশা কেটে সুন্দর ঠাণ্ডা ভাব অনুভূত হচ্ছে। পারদ নামছে দক্ষিণবঙ্গেও।