প্রয়াত “উলঙ্গ রাজা”-র কবি, বিষন্নতার মেঘে মুখ ঢেকেছে সাহিত্য মহল

দেশের সময়, ওয়েব ডেস্ক: বড়োদিনের খুশির মাঝেই উপলব্ধি বিষন্নতা। চলে গেলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। শারীরিক অসুস্থতার দরুন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪বছর। উল্লেখ্য দীর্ঘদিনের সাংবাদিকতার জীবনে একটি প্রতিষ্ঠিত নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ছোটদের পত্রিকা “আনন্দমেলা” সম্পাদনা হোক বা “কলকাতার যীশু” রচনা সবক্ষেত্রেই তার অসামান্য কর্মদক্ষতা ও সাহিত্য জ্ঞান চিরকাল অমর হয়ে থাকবে মানুষের মনে। বিগত বেশকিছু দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কবি। আর “কলকাতার যীশু” রচয়িতার বড়োদিনে প্রয়াণ স্বাভাবিকভাবেই বিষন্নতার কালো মেঘ সৃষ্টি করেছে সাহিত্য মহলে। কবি জীবনে অসংখ্য সন্মানে সন্মানিত হয়েছেন তিনি। যারমধ্যে উল্লেখযোগ্য ১৯৭৪সালে “উলঙ্গ রাজা” কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হন নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here