২০২৪ সালে জোটবদ্ধভাবে কেন্দ্র থেকে বিজেপিকে হটাবো : জ্যোতিপ্রিয়

0
1732

দেশের সময়, হাবরাঃ ‘২০২১ সালে বিধানসভা নির্বাচনে আমরাই ক্ষমতায় আসছি ২২১টি আসনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসাটা নিশ্চিত, এখন শুধু সময়ের অপেক্ষা। তাই আমরা ২০২১ সালের বিধানসভা নির্বাচন নিয়ে ভাবছি না। আমরা ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে ভাবছি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি আমরা ২০২২ সাল থেকেই নেওয়া শুরু করবো। দরকার হয় সারা ভারতবর্ষে জোট করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রচারে নামবো। জোটবদ্ধভাবেই আমরা নরেন্দ্র মোদীকে সরাবো।’ রবিবার হাবড়া বিধানসভা এলাকার রাউতাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার কর্মীসভায় একথাই বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন সকাল থেকে রাউতাড়া এলাকায় পরপর বেশ কয়েকটি কর্মীসভা করেন।

বিজেপিকে হিংস্র দল হিসেবে চিহ্নিত করে এদিন জ্যোতিপ্রিয় বলেন, ‘এই দলটিকে আমি ঘৃণা করি। গাড়িতে যাওয়ার সময় রাস্তার ধারে এই দলের পতাকা দেখলে আমি চোখ ঘুরিয়ে নি। উত্তরপ্রদেশে এই দলটি ক্ষমতায় রয়েছে সেখানকার মা-বোনেরা সুরক্ষিত নয় তাই এই দলটি থেকে সাবধান।’ সিপিএম এবং কংগ্রেস জোটকে কটাক্ষ করে এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘৩৪ বছর ধরে সিপিএম যা অত্যাচার করেছে তা ভুলতে পারছেন না বর্ষীয়ান কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের বড় বড় নেতাদের ক্ষমতা হয়নি সিপিএমের ৩৪ বছরের জগদ্দল পাথরকে সরাতে। সেই কাজে একমাত্র সমর্থ হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’


এদিন তিনি আরো বলেন, ‘পায়ে ব্যান্ডেজ অবস্থায় হুইল চেয়ারে মমতা ব্যানার্জি আজ কলকাতায় ৫ কিলোমিটার পদযাত্রা করেছেন। এটা মমতা ব্যানার্জির দ্বারাই সম্ভব। নন্দীগ্রামে খাদ্যসাথীর ভালো কাজ হয়েছে। তাই সেখানে তিন দিনের জন্য আমি প্রচারে যাব।’

Previous articleভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু বনগাঁর এক যুবকের
Next articleবাংলার মানুষ পরিবর্তন চাইছে,দ্বিতীয় পরিবর্তন আনবে বিজেপি সরকার : অমিত শাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here