দেশের সময় ওয়েবডেস্ক:১৪ বছরে পা দিল বনগাঁর প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল সিগনেট ডে। ২৩ এবং ২৪ জানুয়ারি এ বছরের তাদের বার্ষিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার অনুষ্ঠানের শেষ দিন। স্কুলের বিভিন্ন ক্লাসের সফল ছাত্র-ছাত্রী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয।় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিত কুমার বিশ্বাস, বনগাঁ দিনবন্ধু মহাবিদ্যালয় অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ, গোবরডাঙ্গা কলেজ এর অধ্যক্ষ শ্রীকৃষ্ণ মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্কুলের প্রায় সমস্ত পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকরাও স্কুলের অনুষ্ঠানে হাজির ছিলেন।
পুরস্কার বিতরণীর পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। ছাত্র-ছাত্রীদের নিজের হাতে করা নানান মডেল নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয।় উল্লেখ্য একটি মফস্বল শহরে প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে পথ চলা শুরু করে এই স্কুল। বর্তমানে এখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ তৈরি হয়েছে। স্কুল পরিচালন সমিতির সম্পাদক শ্রীকৃষ্ণ মন্ডল জানান, আমরা বরাবরই ছাত্রছাত্রীদের পড়াশোনার কোয়ালিটির উপরে জোর দিয়ে থাকি। পড়াশোনার পাশাপাশি তাদের যাতে সার্বিক বিকাশ ঘটে তারও চেষ্টা করা হয়। আমাদের এই স্কুলে আগামী দিনে আরো অনেক পরিকল্পনা রয়েছে।