হিমালয়ের দশ বিস্ময়:
অন্য এক পথের পাঁচালী
– কৃষ্ণেন্দু পালিত

0
927

সঞ্জীব বেড়াতে ভালোবাসে, ভালোবাসে হিমালয়, আর ভালোবাসে ছবি তুলতে৷ ফটোগ্রাফিটা সে সিরিয়াসলি করে৷ ইতিমধ্যে নামও করেছে বেশ। তাছাড়াও সে বিজ্ঞান মঞ্চের একজন সক্রিয় সদস্য। সর্বোপরি, ব্যক্তিগত ভাবে চিনি বলেই বলছি, অসম্ভব খুঁতখুঁতে মানুষ সঞ্জীব। কোন কাজ মন মতো না হওয়া পর্যন্ত সে ছাড়ে না৷ সঞ্জীবের যুক্তিবাদী মন আর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি জন্যেই এটা সম্ভব হয়৷ এমন একজন মানুষ যখন নিজে কিছু দেখে এবং আমাদের দেখায়, সে দেখায় থাকে সম্পূর্ণতার স্বাদ৷ এত কথা বলার কারণ, সৃষ্টিসুখ প্রকাশনী থেকে এবছর বইমেলায় প্রকাশিত তার ‘হিমালয়ের দশ বিস্ময়’ গ্রন্থটির পাঠপ্রতিক্রিয়া৷ প্রথমেই বলে রাখি, কোথায় যাবেন? কিভাবে যাবেন? কোথায় থাকবেন? কী কী দেখবেন? এসব জানানোর জন্য এ বই নয়৷ এ বই সম্পূর্ণভাবেই ভ্রমণ সাহিত্যের বই৷ হিমালয়ের দশটি বিস্ময়কর জায়গাকে নির্বাচন করে তুলে এনেছে তার পারিপার্শ্বসহ যতটুকু সম্ভব৷ স্থান মাহাত্ম্য, লোককথা বা প্রচলিত গল্পকথার পাশাপাশি প্রাচীন ইতিহাস, অতীত এবং বর্তমান, সেখানকার মানুষ, তাদের জীবিকা… সবকিছুই করেছে একজন গবেষকের অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে৷ সঞ্জীবের হাতের গদ্যটি বেশ মিষ্টি৷ বৈঠকি ঢঙে সে গল্প বলে। কোথাও তথ্য ভারে অযথা ভারী না করে যেটুকু প্রয়োজন গল্পচ্ছলে বলে দেয়। বিভিন্ন স্থান ভ্রমণের সময় আমরা বিভিন্ন মানুষের সান্নিধ্যে আসি, সঞ্জীব সেসব চরিত্রকে এতোটাই জীবন্ত করে এই গ্রন্থে তুলে ধরেছে যে অনেক প্রতিষ্ঠিত কথা সাহিত্যিকও লজ্জা পাবেন৷ বিশেষ করে মনে পড়ছে ‘এক তিব্বতীয় মমির রহস্য’ -এ ড্রাইভার পেমজি এবং আজাদীতে বিশ্বাসী শিক্ষিত যুবক ছিদেন, ‘রূপকথার বনপথে’ খাসি যুবক পিনখ্রাও, ‘এক ডাক মুনশির গল্প’-এ ডাক মুনশি রিনচেন ছেরিং কিংবা ‘শীতল মরুর দেশে’র লাদাখি যুবক ইকবালের কথা। বাস্তবের চরিত্রগুলোকে কলমের ডগায় এমন জীবন্তভাবে যে চিত্রিত করতে পারে তার ভবিষ্যৎ যে উজ্জ্বল এ ব্যাপারে কোন সন্দেহ নেই৷ আমার বিশ্বাস বাংলা ভ্রমণ সাহিত্য আগামী দিনে আরও একজন শক্তিশালী লেখককে পেতে চলেছে৷

এই বইয়ে যে লেখা দুটো আমার সবচেয়ে মন কেড়েছে তার একটা যদি ‘এক তিব্বতীয় মমির রহস্য’ হয়, তবে দ্বিতীয়টি অবশ্যই ‘ধনেশ পাখির গান’৷ একে ভ্রমণকাহিনী বলবো না প্রেমগাঁথা বলবো বুঝতে পারছিনা৷ লেখক যেভাবে ধনেশ পাখির জীবনের সাথে প্রেমিক কেজাং এবং প্রেমিকা কেয়ার ভবিষ্যতের স্বপ্নকে মিলিয়েছেন, একজন দক্ষ সাহিত্যিকই পারেন এমন মুন্সিয়ানা দেখাতে৷
নিছক ভ্রমণ লিখিয়ে নয়, একজন প্রকৃত ভ্রমণ সাহিত্যিক হিসাবে বাংলা সাহিত্যে আগামীদিনে সঞ্জীব স্থায়ী জায়গা করে নেবে, এ বিশ্বাস আমার তৈরি হয়েছে। মাভৈ সঞ্জীব… আগামী দিনেও তোমার চোখে বিশ্ব দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম৷

হিমালয়ের দশ বিস্ময়
সঞ্জীব দাস
সৃষ্টিসুখ
মূল্য: ১৭o টাকা

Previous articleকোভিড ১৯ ড্রাগ রেমডেসিভিরের কালোবাজারি রুখতে, কড়া হুঁশিয়ারি কেন্দ্রীয় এজেন্সির
Next articleপঞ্চায়েতে সিপিএম একশ শতাংশ চুরি করত, এখন সাত-আট শতাংশ হয়েছে, আমি ছেড়ে কথা বলিনি: মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here