দেশেরসময় হাবড়া:বুধবার হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির অফিস ঘরে হাবড়া এলাকায় মৃত ৮ জন কৃষকের অসহায় পরিবারের হাতে রাজ্য সরকারের ২ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে অসহায় কৃষক পরিবারগুলি বিশেষভাবে উপকৃত হবেন।
হাবড়ার ১ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সঞ্জয় হালদার বলেন, মৃত কৃষকের জমি না থকলেও তিনি যদি ভাগচাষিও হন, তাহলেও তাঁর পরিবার এই সাহায্য পাবেন। মৃত কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন। হাবড়া ১ নম্বর ব্লকের কুমড়া, পৃথিবা, বেড়গুম ২ এবং মছলন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের যথাক্রমে ৪, ২, ১ এবং ১ জন কৃষক পরিবারের হাতে এদিন চেক তুলে দেওযা হয়।
এর আগে এই ব্লতে আরও ১৭টি পরিবারের হাতে এই চেক তুলে দেওয়া হয়েছে। সরকারি এই সাহায্য পেয়ে খুশি হাবিব মন্ডল, রাবেয়া বিবি, সেলিমা বিবির,প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়েছেন।