হাতে সবুজ ফাইল, প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে ইডি হানা নিয়ে আক্রমণ মমতার

0
25

বৃহস্পতিবার সকাল বেলায় আইপ্যাকের অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান সিপি মনোজ ভারমা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই হাতে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি।

বৃহস্পতিবার সকালে ভোটকুশলী সংস্থা আইপ্যাক -এর কর্ণধার প্রতীক জৈন )-এর বাড়ি ও দফতরে একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সল্টলেক -এ আইপ্যাকের দফতর এবং লাউডন স্ট্রিটে  প্রতীক জৈনের বাড়িতে শুরু হয় তল্লাশি। ইডি সূত্রে খবর, দিল্লির  একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান।

এই সময়েই প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।  কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে বেরিয়ে সাংবাদিকের সামনে ইডি হানা নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। 

মিনিট পনেরো প্রতীক জৈনের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। খালি হাতে ঢুকেছিলেন মুখ্যমন্ত্রী, যখন বেরোলেন হাতে একটা সবুজ ফাইল। সেই ফাইলে ঠিক কী কী রয়েছে?
বেরিয়ে এসে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। দৃশ্যত তিনি অত্যন্ত বিরক্ত। তিনি বললেন, “প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা। আইটি  ইনচার্জের বাড়িতে সব হার্ডডিস্ক সংগ্রহ করতে এসেছিল। সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান, স্ট্র্যাটেজি সংগ্রহ করতে এসেছিল। এটাই কি অমিত শাহের  কাজ? যে আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ করতে এসেছে।”  স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “যে দেশকেই রক্ষা করতে পারে না। আমার আইনি অফিসে ইডি হানা।”

তাঁর অভিযোগ, একদিকে, এসআইআর করে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে, প্রায় দেড় কোটি মানুষের নাম বাদ দিয়েছে। আর একদিকে এইভাবে তল্লাশির মাধ্যমে দলের প্ল্যান হাতিয়ে নিচ্ছে। মমতা বলেন, “দেখুন  আমি সব এই ফাইলে নিয়ে এসেছি। কারণ প্রতীক আমার পার্টির ইনচার্জ। সব হার্ড ডিস্ক আমি গুছিয়ে নিয়ে এসেছি।”

বেরিয়ে এসে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। দৃশ্যত তিনি অত্যন্ত বিরক্ত। তিনি বললেন, “প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা। আইটি  ইনচার্জের বাড়িতে সব হার্ডডিস্ক সংগ্রহ করতে এসেছিল। সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান, স্ট্র্যাটেজি সংগ্রহ করতে এসেছিল। এটাই কি অমিত শাহের  কাজ? যে আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ করতে এসেছে।”  স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “যে দেশকেই রক্ষা করতে পারে না। আমার আইনি অফিসে ইডি হানা।”

তাঁর অভিযোগ, একদিকে, এসআইআর করে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে, প্রায় দেড় কোটি মানুষের নাম বাদ দিয়েছে। আর একদিকে এইভাবে তল্লাশির মাধ্যমে দলের প্ল্যান হাতিয়ে নিচ্ছে। মমতা বলেন, “দেখুন  আমি এই সব  ফাইলে নিয়ে এসেছি। কারণ প্রতীক আমার পার্টির ইনচার্জ। সব হার্ড ডিস্ক আমি গুছিয়ে নিয়ে এসেছি।”

Previous articleরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শান্তনুর , উঠল মতুয়া-প্রসঙ্গ? কটাক্ষ তৃণমূলের
Next articleI-PAC ED Raid: ‘ইডিকে দিয়ে ডাকাতি’, অভিযোগ মমতার, ‘সাংবিধানিক পদের অপব্যবহার করে ফাইল ছিনতাই’, হাইকোর্টের দ্বারস্থ ইডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here