স্লেজিং ইস্যুতে বিরাট কোহলি-র পাশে রিকি পন্টিং, কি বলছেন তিনি?

0
800

দেশের সময়, ওয়েব ডেস্ক:- চতুর্থ টেস্টেও অতীতের পুনরাবৃত্তি। সভ্য দর্শক হিসেবে নিজেদেরকে প্রমান করতে আবারও ব্যার্থ অজি সমর্থকরা। ঠিক যেই সমস্যার সন্মুখীন আগেও হয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সিডনি-তে তার অন্যথা হলো না। একাধিকার অজি সমর্থকদের কুরুচিকর বাক্যে অপমানিত হলেন ভারত অধিনায়ক। শুধু সমর্থক বললে ভূল হবে তালিকায় রয়েছে মিচেল জনসনের মতো প্রাক্তনীও। আর এমন পরিস্থিতিতে আজ ঠিক উল্টো পথে হাটলেন অস্ট্রেলিয়া-র প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। কেন তাকে অস্ট্রেলিয়া-র সর্বকালের সেরা অধিনায়কদের তালিকায় ধরা হয় তাই হয়তো স্পষ্ট হলো আরও একবার। এদিন তিনি বলেন, “পারথ টেস্ট শুরু হওয়ার সময় থেকে আমি একটা কথা বলেছি”। “বিরাট কোহলি বিপক্ষ দলের অধিনায়ক হওয়ার দরুন ওর প্রতি সন্মান প্রদর্শনটা অত্যন্ত জরুরি”। “কোন খেলোয়াড় কখনওই দর্শকদের কাছ থেকে এমন কিছু আশা করবে না”। “সিডনি-তে শুনলাম একই জিনিস হয়েছে”। “এগুলো প্রত্যাশিত নয়”। তবে উল্লেখ্য এই প্রথম নয়। অতীতেও ২০১২সালে অস্ট্রেলিয়া সফরে একই সমস্যার সন্মুখীন হয়েছিলেন বিরাট কোহলি। নিজেকে সামলাতে না পেরে যখন এক সময় অজি সমর্থকদের উদ্দেশ্যে মধ্যমা দেখান তিনি। যার জন্য সেই ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ জরিমানা ধার্য হয়েছিল তার জন্য। তবে বর্তমানে অধিনায়ক বিরাট কোহলি কিন্তু সম্পুর্ন আলাদা।

Previous articleএমাসেই মিলবে বকেয়া ডিএ-মুখ্যমন্ত্রী
Next articleবনগাঁয় ভুয়ো চক্ষু চিকিৎসক সহ গ্রেফতার ৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here