দেবাশীষ মন্ডল, অশোকনগর,: চলমান পৃথিবীতে এগিয়ে যাওয়ার নাম জীবন, ট্রেনের গতির সাথে তাল মিলিয়ে চলতে হবে।স্কুল ছাত্র ছাত্রীদের মধ্যে এই ধারনা তুলে ধরতে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর পৌরসভা এলাকায় বিদ্যাসাগর বানী বিথী হাই স্কুলে ক্লাস রুমের দেয়াল জুড়ে এক্সপ্রেস ট্রেনের ছবি আঁকলেন স্কুলের ছাত্র ছাত্রীরা৷ ট্রেনের পাশাপাশি মণীষিদের বানি লেখা হয়েছে স্কুলের দেওয়াল ও সিঁড়ি জুড়ে৷, যা দেখে ছাত্র ছাত্রীরা অনুপ্রানিত হতে পারে। সারা স্কুল জুড়ে এই ধরনের ছবি ও মনিষীদের বানিতে স্কুলের পরিবেশ টা পাল্টে গেছে, দাবি ছাত্র ছাত্রী থেকে শিক্ষকদের। – স্কুলের প্রধান শিক্ষক মনোজ কমার ঘোষ বলেল এই ধরনের ছবি দেয়ালে আঁকার ফলে ছাত্র ছাত্রীদের পড়াশুনার প্রতি আগ্রহ বেড়েছে। একাদশ শ্রেনীর ছাত্রী শর্মিষ্ঠা বিশ্বাস বলেন ক্লাস ঘরে দেয়ালে ছবি দেখিয়ে আমাদের পড়ানো হয়। ফলে আমাদের বুঝতে সুবিধা হয়। খুব ভাল লাগছে , মনে হয় একটা এক্সপ্রেস ট্রেনের মধ্যে বসে পড়াশোনা করছি৷