সোমবার থেকেই কনকনে শীত

0
793

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃষ্টি থেমেছে, তবে কাটেনি মেঘ। দিনভর মেঘাচ্ছন্ন আকাশ, দক্ষিণবঙ্গে থমকে গেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা কম। কলকাতায় ছিল শীতল দিনের পরিস্থিতি। উত্তরবঙ্গে জমজমাট শীত। টাইগার হিলে এদিন তুষারপাত হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার সকালে দক্ষিণবঙ্গে মেঘ কাটবে, তবে কুয়াশা থাকবে। কুয়াশা কনকনে শীতের আমেজ গড়ে উঠতে দেবে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে। সোমবার ফিরতে পারে কনকনে আমেজ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে হয় ১৬.‌১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ১৯.‌৬ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। শীতল দিন ছিল বিধাননগর, দমদম, দিঘা, বালুরঘাট, কোচবিহার, কাঁথিতে। মৌসম ভবন জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার মেঘ কেটে গেলে পশ্চিমবঙ্গ জুড়ে ফের একবার তাপমাত্রা কমতে শুরু করবে।

Previous articlee paper deshersamay.com
Next articleModiji, didibhai lets talk daily market 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here