মেষ – প্রতিবেশীদের সঙ্গে বিবাদে এড়িয়ে চলুন। যাঁরা গান বাজনার সঙ্গে যুক্ত তাঁদের জন্য কোনও সুযোগ আসতে পারে। নতুন বন্ধুর জন্য আনন্দও পেতে পারেন।
বৃষ – এই রাশিক জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি পেতে পারে। কোনও কাজে বারংবার চেষ্টার পরেও আসতে পারে ব্যর্থতা। শারীরিক দিক ভালো নয়।
মিথুন – বিয়ের বিষয়ে যোগাযোগ হতে পারে। বিপদের আশঙ্কা রয়েছে, তাই সাবাধানতা অবলম্বন করুন। আর্থিক সুবিধা পেতে পারেন।
কর্কট – বাবার সঙ্গে তর্কে জড়াতে পারেন। ভ্রমণে আসতে পারে বাধা। তবে দিনভর প্রিয়জনের সঙ্গ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ – অন্যের উপকার করতে গিয়ে ব্যয় বৃদ্ধি। ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নতির যোগ। সংসারে শান্তি বজায় থাকবে।
কন্যা – সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদের আশঙ্কা। সম্মানহানিও হতে পারে। তবে প্রেমের সম্পর্কে আসতে পারে উন্নতি।
তুলা – এই রাশির জাতক জাতিকাদের ব্যবসা মধ্যম মানের থাকবে। শত্রুর থেকে সাবধান। জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে লাভের সম্ভাবনা।
বৃশ্চিক – অন্য কারও দ্বারা ক্ষতি হতে পারে স্ত্রীয়ের, তাই সাবধান থাকুন। খরচ বাড়তে পারে। কারও সঙ্গে খারাপ আচরণের পর অনুশোচনায় ভুগতে পারেন।
ধনু – দান কার্যে মনে শান্তি পেতে পারেন। মাথার যন্ত্রণায় ভুগতে পারেন। তবে অর্থাগমের সম্ভাবনা রয়েছে।
মকর – শিক্ষার্থীরা অসুবিধার সম্মুখিন হতে পারেন। সংসারে তৃতীয় ব্যক্তিকে নিয়ে হতে পারে বিবাদ। ব্যবসায় ব্যয় দুশ্চিন্তা বাড়াবে।
কুম্ভ – খরচ নিয়ে স্ত্রীয়ের সঙ্গে আলোচনা। প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। কর্মস্থলে আসতে পারে উন্নতির সুযোগ।
মীন – গঠন মূলক কাজের মধ্যে দিয়ে উন্নতির যোগ। বাড়ির কোনও সদস্যের থেকে আঘাত পেতে পারেন। আর্থিক সুবিধা মনে আনন্দ দেবে।