সঞ্জয় দত্তর ফুসফুসে ক্যান্সার, আমেরিকা যেতে পারেন চিকিৎসার জন্য

0
270

দেশেরসময় ওয়েব ডেস্কঃ অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। গত রবিবার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতা সঞ্জয় দত্তকে। তখন জানা যায় অক্সিজেন স্যাচুরেশনে সমস্যা রয়েছে। তবে কোভিড র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। স‌েই সুখবর মেলার পরে অনেকটাই স্বস্তি মিলেছিল। কিন্তু এদিন জানা গেল ফুসফুসে ক্যান্সার হয়েছে ৬১ বছরের সঞ্জয়ের। জানা গিয়েছে, চিকিৎসার জন্য তিনি আমেরিকায় যেতে পারেন।

এদিন টুইট করে ইঙ্গিতও দিয়েছিলেন সঞ্জয় দত্ত। জানান, কিছু দিনের বিরতি নিতে চান তিনি। খুব তাড়াতাড়ি ফিরে আসার কথাও বলেন। কিন্তু তখন বোঝা যায়নি ক্যান্সার ধরা পড়েছে অভিনেতার। লীলাবতী হাসপাতাল থেকে এদিনই ছুটি পেয়ে বাড়ি চলে আসেন তিনি। তার পরে মঙ্গলবার একটি টুইট করে সঞ্জয় জানান, “প্রিয় বন্ধুরা,

আমি কিছু দিনের জন্য কাজ থেকে বিরতি নিচ্ছি চিকিৎসার কারণে। আমার পরিবার, আমার বন্ধু-বান্ধব সবাই আমার সঙ্গে রয়েছে। আমি সবাইকে বলব, অকারণে চিন্তা করবেন না। কোনও রকম জল্পনাকেও গুরুত্ব দেবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসব!”

দিয়েছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি তাঁর জন্মদিন গিয়েছে। করোনা আবহে ২৯ জুলাই ঘরোয়া ভাবেই পালিত হয় ভার্সেটাইল অভিনেতার বার্থডে পার্টি। গত শনিবার বিকেলে হঠাৎ করেই তিনি শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। অক্সিজেনের মাত্রা কমতে থাকায় পরিবারের তরফে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লীলাবতী হাসপাতালের চিকিৎসক জলিল পার্কারের তত্ত্বাবধানে ভর্তি হন সঞ্জয় দত্ত। করোনা ধরা না পড়লেও মেডিক্যাল চেকআপ হয় অভিনেতার। আর তারপরেই ফুসফুসে ক্যান্সারের খোঁজ মেলে।

Previous articleবিশ্বের সেরা একশোতে মুকেশের রিলায়েন্স
Next articleবেঙ্গালুরুতে ফেসবুক পোস্টকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ , আহত ৬০ পুলিশকর্মী, পুলিশের হত অন্তত ৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here