শুরু হল হাবরা বানীপুর লোক উৎসব

0
845

দেশের সময় হাবড়া: শনিবার থেকে শুরু হল উত্তর২৪পরগনার হাবরা বানীপুর লোক উৎসব। গোলাম ফকির এর হাত ধরে উদ্বোধন হলো এই উৎসবের। উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শুভেন্দু অধিকারী এবং ব্রাত্য বসু। এদিন বসিরহাটে একটি সরকারি কর্মসূচি পালন করে হেলিকপ্টারে হাবড়ায় আসেন শুভেন্দু অধিকারী এবং জ্যোতিপ্রিয় মল্লিক। সেখান থেকে তারা উৎসব প্রাঙ্গণে প্রবেশ করেন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে তারা উৎসবের প্রাথমিক সূচনা করেন।

এরপর মেলা মঞ্চে প্রদীপ জ্বালিয়ে মেলার প্রধান উৎসব শুরু হয়। তার আগে এই মেলা উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। সেখানে বিভিন্ন সাজে ট্যাবলো ছিল। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় পা মেলায়। মেলায় চার শতাধিক স্টল বসেছে বলে উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মেলায় একাধিক মঞ্চ করা হয়েছে বিশিষ্টজনদের নামে। উৎসবের বিভিন্ন দিনে বাংলার ঐতিহ্য শালী লোকসংস্কৃতির নানা অনুষ্ঠান পরিবেশিত হবে। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

ছবি তুলেছেন-দেবানন্দ পাইন।

Previous articleCorona virus may sneak to India via Petrapole
Next articleপ্রশান্ত কিশোর কি তৃণমূলে যোগ দিচ্ছেন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here