দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের অধিকাংশ বিদ্যুত্ সরবরাহ সংস্থাই ঋণের ভারে কাবু৷ সেই সংস্থাগুলির কি সুবিধা হবে স্মার্ট মিটারে? তা অবশ্য স্পষ্ট জানা যায়নি বাজেটে মাত্র ৩ বছর সময় রয়েছে হাতে! ঠিক তাই৷ বাজেটে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার লাগানোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷
জানিয়েছেন, আগামী ৩ বছরের মধ্যেই প্রতিটি গ্রাহকের বাড়িতে বসাতে হবে স্মার্ট মিটার৷কেন এই স্মার্ট মিটার? অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে কোনও একটি বিদ্যুত্ সরবরাহ সংস্থার মিটারই রয়েছে সব বাড়িতে৷ সেই মিটার অনুযায়ী বিদ্যুতের বিল আসে৷এ বার সেই প্রথা উঠে যাচ্ছে৷ গ্রাহকই বেছে নেবেন, কোন বিদ্যুত্ সংস্থার থেকে তিনি বিদ্যুত্ কিনবেন৷
দেশের অধিকাংশ বিদ্যুত্ সরবরাহ সংস্থাই ঋণের ভারে কাবু৷ সেই সংস্থাগুলির কি সুবিধা হবে স্মার্ট মিটারে? তা অবশ্য স্পষ্ট জানা যায়নি বাজেটে৷
বাজেটে আরও জানানো হয়েছে, রেল লাইনের ধারে সৌর বিদ্যুত্ প্রকল্প তৈরি করা হবে৷ ২০২০-২১ আর্থিক বছরে বিদ্যুত্ সহ অচিরাচরিত শক্তির ক্ষেত্রে ২২০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন।
স্মার্ট মিটার লাগালে কিছু সমস্যাও দেখা দিতে পারে৷ যেমন যারা মিটার দেখা৷ বিল তৈরির কাজে যাঁরা যুক্ত, তাঁদের কাজের অনিশ্চয়তা দেখা দিতে পারে।এছাড়াও স্মার্ট মিটার লাগাতে বিপুল অর্থ ব্যয় হবে বন্টন সংস্থাগুলির। সে ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ারই আশঙ্কা৷