শারজিলের মতো পোকামাকরদের এখনই শেষ করুন’‌,পরামর্শ শিবসেনার

0
364

দেশের সময় ওয়েবডেস্কঃ শারজিলের মতো পোকামাকরদের এখনই শেষ করুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরামর্শ দিলেন শিবসেনা। মহারাষ্ট্রে রাজনৈতিক দ্বন্দ্ব জারি থাকলেও বিজেপির মতো উগ্র জাতীয়তাবাদের রক্ত বইছে শিবসেনাদের শরীরে। তারই প্রমাণ আরও একবার পাওয়া গেল শিবসেনার মুখপত্র ‘‌সামনা’ পত্রিকাতে। জওহরলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শারজিল ইমামকে গ্রেপ্তারের মামলায় বৃহস্পতিবার নিজেদের সম্পাদকীয়তে শিবসেনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উপদেশ দিয়েছে, শারজিলের মতো পোকামাকড়দের অবিলম্বে শেষ করুন। চিকেন নেকে দখল নিয়ে শারজিল ইমাম চেয়েছিল ভারতকে ভাগ করতে। ওর হাত কেটে চিকেন নেক হাইওয়েতে প্রদর্শনের জন্য ঝুলিয়ে রাখা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত এখনই শারজিলের মতো পোকামাকড়দের খতম করা। একই সঙ্গে তাঁর উচিত শারজিলের নাম নিয়ে রাজনীতি করার থেকে দূরে থাকা। ‌নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশের প্রত্যেক জায়গায় আন্দোলন হয়েছে, কিন্তু কেউ কোনও দেশ বিরোধী মন্তব্য করেনি। কিন্তু শারজিলের মতো ব্যক্তি আন্দোলনে ফাটল ধরিয়েছে। সামনা-র সম্পাদকীয়তে আরও লেখা হয়, দেশের সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি প্রায় নষ্ট হয়েই গিয়েছে। ‘শ্রেণি সংগ্রাম, সীমাহীন বিশৃঙ্খলা এবং গৃহযুদ্ধ বাঁধানোর ষড়যন্ত্র চলছে। একটি রাজনৈতিক গবেষণাগারে এই চেষ্টা করা হচ্ছে’ বলে দাবি শিবসেনার।

Previous articleঝমঝমিয়ে বৃষ্টি নামল শীতের শহর কলকাতায়
Next articleএমন রাজনীতি করুন, যাতে জেলে যেতে পারেন,‌ তবেই নেতা হবেন’, বললেন দিলীপ‌ ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here