দেশের সময়, ওয়েব ডেস্ক:- টেস্ট অভিষেকে সকলের নজরে মায়াঙ্ক আগরওয়াল। আজ থেকেই মেলবোর্নে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। অধিনায়ক বিরাট কোহলি আগেই জানিয়েছিলেন, “সমতায় ফেরার জন্য আমাদের বিশেষ পরিকল্পনা থাকছে”। সেখান থেকেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে প্রথম আন্তর্জাতিক টেস্টে খেলতে নামলেন কর্নাটকের ডানহাতি মায়াঙ্ক আগরওয়াল। শুধু তাই নয় একসময় অভিষেকেই সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছেছিলেন মায়াঙ্ক। তবে চিত্রটা বদলে গেল প্যাট কামিংস-এর একটি বলে। উইকেট কিপার টিম পেন-এর হাতে ধরা দিয়ে ১৬১বলে ৭৬রানে ফিরলেন তিনি। তবে বলাই বাহুল্য তৃতীয় টেস্ট মায়াঙ্ক আগরওয়াল ও হমুমা বিহারী জুটি যে খেলা দেখাল তাতে নিঃসন্দেহে ওপেনিং নিয়ে চিন্তায় থাকা ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও স্বস্তিতে থাকবে। একদিকে যেমন রানের থেকে উইকেটে টিকে থাকার লক্ষ্যে বেশী নজর দিয়েছেন হনুমা, তেমনি প্রথম থেকেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে মেজাজি ক্রিকেট খেললেন মায়াঙ্ক। বক্সিং ডে টেস্ট প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ক্রিকেটের ক্ষেত্রে এই টেস্টের গুরুত্ব চিরকালীন”। “পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ”। “কারন এই মুহূর্তে সিরিজেত ফলাফল ১-১”। “আর এখান থেকে লড়াই কোনদিকে মোর নেয় তা দেখতেই মুখিয়ে রয়েছেন সকলে”। “ভারতীয় দল-কে সবসময়ের জন্য এটা মাথায় রাখা উচিৎ আগের থেকে অস্ট্রেলিয়া দল-টা দূর্বল হলেও ওরা কিন্তু লড়াই করবে”। “এ প্রসঙ্গে বলবো সম্প্রতি দেখা যাচ্ছে বিদেশে দু-তিনটি ম্যাচ শেষ হলেই দলে পরিবর্তন ঘটাচ্ছেন নির্বাচকেরা”। “যখন প্রস্তুতি ম্যাচের সংখ্যা খুবই কম তখন এমন সিদ্ধান্ত দলের জন্য কতোটা কার্যকর হচ্ছে জানা নেই”। “তবে এটুকু বলো কোন প্রস্তুতি ম্যাচ না খেলেই মেলবোর্নে মায়াঙ্ক আগরওয়াল-এর অভিষেক ঘটছে, অতএব লড়াইটা কিন্তু ওর জন্য খুব কঠিন হবে”। “এই মুহূর্তে ওপেনিং নিয়ে ভারতীয় দল যে সমস্যায় ভুগছে আমার মনে হয় অন্যরকম ভাবেও এই সমস্যার সমাধান করা সম্ভব হতো”। “সেক্ষেত্রে রহিত শর্মা-কে সুযোগ দেওয়া যেতে পারতো”। “বিরেন্দ্র শেওয়াগ, জাস্টিন ল্যাঙ্গার, মাইকেল ভন-রা কোনদিনই ভাবেন নি ওপেনার হিসেবে ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠা করবে”। “কিন্তু তা হয়েছে”। “রহিত একদিনের ম্যাচে নিয়মিত ভারতীয় দলের হয়ে ওপেন করে, এক্ষেত্রে ওর অভিজ্ঞতা দারুন ভাবে কাজে লাগতো”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here