দেশের সময় ওয়েবডেস্ক: লকডাউনের জেরে গণ পরিবহন পুরোপুরি বন্ধ। এই অবস্থায় এক প্রসূতিকে সাইকেলে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তাতেই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। সেখানেই কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। বৃহস্পতিবার সন্ধেয় রঘুনাথপুরের বাসিন্দা ওই মহিলাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। মহিলার বাড়ি থেকে মদনাপুর স্বাস্থ্যকেন্দ্রের দূরত্ব ১০ কিলোমিটার। সাইকেল চালাচ্ছিলেন মহিলার স্বামী।
সবেমাত্র ৫ কিলোমিটার অতিক্রম করার পর সিকান্দারপুর ক্রসিংয়ের কাছে মহিলার প্রসব যন্ত্রণা ওঠে। সেখানেই কন্যাসন্তানের জন্ম দেন মহিলা।
এরপর স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশ মহিলা ও তাঁর সদ্যোজাত সন্তানকে হাসপাতালে ভর্তি করে। মা ও সন্তান ভাল আছে বলে জানা গেছে।
প্রতীকী ছবি