রাশিফল: আজকের দিন কেমন যাবে জানুন

0
368

মেষ

শরীর: শরীরচর্চা করুন, বিশেষ করে যাঁদের ব্লাডসুগার আছে। বাতের রোগীরা আজ একটু আরাম পাবেন।
অর্থ: ভেবে বিনিযোগ করুন, শেয়ারের বদলে বিমায় জোর দিন।
প্রেম: নিকটজনের কাছ থেকে আঘাত পেতে পারেন।

বৃষ

শরীর: মেজাজ শান্ত রাখুন, সুগার থাকলে সমস্যা বাড়তে পারে।
অর্থ: বিনিয়োগের জন্য আজ উপযুক্ত দিন নয়।
প্রেম: সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। মেপে কথা বলাই শ্রেয়।

মিথুন

শরীর: রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। সতর্কতা নেওয়া বাধ্যতামূলক।
অর্থ: পরিবারের বড়দের কথা শুনে চলুন। অযথা ব্যয় করবেন না।
প্রেম: কাছের মানুষের মেজাজ খারাপ থাকতে পারে, সামলে চলুন।

কর্কট

শরীর: পেটের গণ্ডগোল হতে পারে। রাস্তার কাটা ফল, ভাজাভুজি এড়িয়ে চলুন।
অর্থ: দিনের শেষভাগে আর্থিক উন্নতির সম্ভাবনা। চেষ্টা করুন বুঝে খরচ করতে।
প্রেম: প্রিয় মানুষ আজ যেন দেবদূতের মতো আচরণ করবেন। তাঁর ব্যবহারে আপনি অবাক হয়ে যেতে পারেন।

সিংহ

শরীর: সুস্থ থাকতে সকালে হাঁটুন। নিজেকে সৃজনশীল কাজের মধ্যে রাখুন।
অর্থ: আজ কিছু জরুরি অর্থনৈতিক পরিকল্পনা করতে পারেন। বন্ধুরা আপনাকে সাহায্য করবেন।
প্রেম: ভালোবাসার মানুষটিকে তাঁর যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন।

কন্যা

শরীর: আরামেই থাকবেন আজ। হাতে কাজ অল্প থাকবে। পরিবারকে সময় দিন।
অর্থ: সাময়িক ঋণের জন্য যাঁরা আপনার কাছে আসেন, তাঁদেরকে এড়িয়ে চলুন।
প্রেম: কাছের মানুষের সঙ্গে সময় কাটান। বাকি সব কিছুকে গুরুত্ব না দিলেও চলবে।

তুলা

শরীর: আবহাওয়ার দরুণ দীর্ঘ রাস্তা ভ্রমণের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই বাড়িতে থাকুন, বিশ্রাম করুন।
অর্থ: চেষ্টা করবেন অপ্রয়োজনীয় টাকা খরচ না করতে। যা আছে, তা দিয়ে মানিয়ে নিন।
প্রেম: কাছের মানুষের আলস্য আজ আপনাকে বিরক্ত করবে। তবে মাথা ঠান্ডা রাখতে হবে।

বৃশ্চিক

শরীর: সুস্থ থাকতে শরীর বুঝে খাবার খান। বেশি খাবার খেলে শরীর খারাপ করতে পারে।
অর্থ: নতুন কিছুতে বিনিয়োগের কথা ভাবতে পারেন আজ। তবে অযথা তাড়াহুড়ো করবেন না।
প্রেম: দু’জনে মিলে কথা বলুন, একটু সময় দিন পরস্পরকে। ভবিষ্যৎ নিয়ে কথা বলুন দু’জনে।

ধনু

শরীর: নেশা ছেড়ে দিন। আজ মদ্যপানের অভ্যাস থেকে বেরিয়ে আসার জন্য খুব ভালো দিন। সুস্থ থাকার চেষ্টা করুন।
অর্থ: প্রচণ্ড বেশি উত্তেজনায় হয় তো আজ অনেক কাজ করে ফেলবেন, তা থেকেই অনেকটা টাকাও চলে আসবে হাতে।
প্রেম: আজ হয়তে সঙ্গীকে বেশি সময় দিতে পারবেন আপনি। তাই দিনটা বেশ মসৃণ কাটবে দু’জনের।

মকর

শরীর: হতাশার অন্ধকারে ডুবে থাকা অর্থহীন। চেষ্টা করুন, ভালো গান শুনতে, বই পড়তে। তাতে শরীর মন দুই থাকবে চাঙ্গা।
অর্থ: সকলকে খুশি করতে গিয়ে অযথা নিজের সর্বস্ব দিয়ে দেবেন না। টাকা পয়সা জমানোর চেষ্টা করুন।
প্রেম: আত্মীয়-পরিজনরা আজ প্রেম জমাট বাধাতে সাহায্য করবেন। তাই তাঁদের সাথে খারাপ ব্যবহার একেবারেই করবেন না।

কুম্ভ

শরীর: দারুণ এনার্জেটিক থাকবেন আজ। তাই সব কাজ বাকি দিনের চেয়ে বেশি তাড়াতাড়ি করে ফেলতে পারবেন।
অর্থ: বিনিয়োগ করার আগে বারবার ভাবনা চিন্তা করে নেবেন। পরবর্তী সময়ে এই বিনিয়োগ খুব একটা লাভজনক নাও হতে পারে।
প্রেম: আজ কাছের মানুষের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন।

মীন

শরীর: রাস্তাঘাট দেখে পার হবেন। আজ দুর্ঘটনার সম্ভাবনা আছে।
অর্থ: আপনার বাড়তি টাকাপয়সা একটি নিরাপদ জায়গায় রাখুন, ভবিষ্যতে কাজে দেবে।
প্রেম: বিবাহিত যাঁরা, তাঁদের আজ নিজেদের মধ্যে প্রেম বেড়ে যাবে। সেটাকে মজবুত করুন।

Previous articleলাইভ: দিল্লির রায় ২০২০, এগিয়ে আপ
Next articleদিল্লি নির্বাচনের রায় ঘোষণার আগেই বিজেপিকে তুলোধনা অধীরের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here