দেশের সময় ওয়েবডেস্কঃ প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। প্রথম দু-দফার মোট ৫৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। দিল্লি থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তালিকায় চমকপ্রদ নাম বলতে শুভেন্দু অধিকারী, ভারতী ঘোষ, অশোক দিন্দা। এর বাইরে প্রায় সকলেই বিজেপি-র নানা পদে জেলায় আগে থেকেই ছিলেন অথবা সদ্য বিজেপি-তে যোগ দিয়েছেন। তবে প্রায় সকলেই পোড় খাওয়া রাজনীতিবিদ। প্রথম দু’দফার প্রার্থী তালিকা দেখেই পরিষ্কার, দক্ষ সংগঠকদের উপরেই আস্থা রেখেছে বিজেপি। দিন্দা বাদে একজনও তারকা প্রার্থী নেই।
রবিবার মোদীর ব্রিগেডের আগেই শনিবার বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
গত বৃহস্পতিবার দলের সদর দফতরে নির্বাচনী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন দলের রাজ্য নেতারা। সেখানেই প্রার্থীতালিকা চূড়ান্ত হয়। তবে কয়েকটি আসন নিয়ে সিদ্ধান্ত বাকি ছিল বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। এদিন সকালে সেই আসনগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দলের সদর দফতরে বৈঠকে বসেন জেপি নাড্ডা ও অমিত শাহ।
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো একাধিক জেলায় জেলা সভাপতি, জেলা কমিটি, মণ্ডল কমিটিতে থাকা একাধিকজন প্রার্থীকে প্রার্থী করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া একাধিক নেতাকে টিকিট দেওয়া হয়েছে। প্রাধান্য পেয়েছে একাধিক আদিবাসী মুখও। ডেবরার প্রার্থী করা হয়েছে ভারতী ঘোষকে।
নন্দীগ্রামে প্রত্যাশামতোই প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আদিবাসী অধ্যুষিত নয়াগ্রাম বকুল মুর্মু, গোপীবল্লভপুর সঞ্জিৎ মাহাত, ঝাড়গ্রাম সুখময় শতপথী, কেশিয়াড়ি সোনালী মুর্মু, গড়বেতা মদন রুইদাস, শালবনী রাজীব কুন্ডু, মেদিনীপুর সমিত দাস, বিনপুর পালন সোরেন, বান্দোয়ান পার্সি মুর্মু, বলরামপুর বানেশ্বর মাহাতো, জয়পুর নরহরি মাহাতো, শালতোড়া চন্দনা বাউড়ি, রানিবাঁধ খুদিরাম টুডু, রাইপুর সুধাংশু হাঁসদাকে প্রার্থী করা হয়েছে।
শনিবার বাংলার প্রথম দু’দফার আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। তালিকায় সেরা চমক সন্দেহাতীতভাবেই শুভেন্দুর নামই। তাৎপর্যপূর্ণভাবে এদিন নন্দীগ্রামে মিছিল করেছেন বিজেপি-নেতা শুভেন্দু। বলেছেন, ‘মাননীয়া ভবানীপুর থেকে পালালেন কেন?’ নন্দীগ্রামে এবার প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতোই নন্দীগ্রামে এবার মমতা বনাম শুভেন্দু। যা একুশের ভোটে বাংলায় অন্যতম বড় চমক বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।