রবিবারের রাশিফল:বেশ কিছু রাশির জাতকদের রয়েছে অর্থলাভের সম্ভাবনা জানুন

0
284

মেষ- নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। টাকা-পয়সা বুঝে শুনে খরচ করবেন। সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা প্রয়োজন এই রাশির জাতকদের।

বৃষ- নতুন কোনও কাজ শুরু করতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হবে। সেইসঙ্গে রয়েছে ভ্রমণেরও যোগ।

মিথুন- অর্থনৈতিক দিক দিয়ে আরও লাভবান হবে পারেন। সম্মান বাড়বে এই রাশির জাতকদের। স্থান পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

কর্কট- মানসিক উদ্বেগ দূর হবে।  বিয়ের বিষয়ে কোনও একটি সমস্যা আসতে পারে। 

সিংহ-  নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। টাকা-পয়সা বুঝে শুনে খরচ করবেন। সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা প্রয়োজন এই রাশির জাতকদের।

কন্যা- মানসিক উদ্বেগ দূর হবে। অর্থ সমাগমের সুযোগ রয়েছে এই রাশির জাতকদের কাছে। কোনও বিষয়ে দৌঁড়ঝাঁপ হতে পারে।

তুলা- আর্থিক দিক থেকে লাভবান হবেন। সম্পত্তি লাভও হতে পারে। সমাজে খ্যাতি বাড়বে।

বৃশ্চিক- কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। বড় কোনও সমস্যার সমাধান হবে। ভ্রমণেরও সুখবরও আসতে পারে।

ধনু- নিজের স্বাস্থ্যের যত্ন নিন। অর্থ অপচয় করবেন না। 

মকর- ব্যবসায় রয়েছে উন্নতির যোগ। উপহার পেতে পারেন। বিয়েও ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের।

কুম্ভ- সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করুন। মূল্যবান সামগ্রী সাবধানে রাখুন। আর্থিক দিক দিয়ে কোনও সমস্যা আসবে না। 

মীন- এই রাশির জাতকদের রয়েছে সম্পদ লাভের যোগ স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। থেমে যাওয়া কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে

Previous articleদেশের সময়/Desher Samay
Next articleজো বাইডেনের জয়ে অভিনন্দন মোদী-মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here