কুন্তল চক্রবর্তী, কলকাতা: করোনা পরিস্থিতিতে এবার রাজ্যে রথ উৎসবের রঙ একেবারেই ফিকে।কলকাতায় ইস্কনের রথ থেকে শুরু করে মাহেশের সুপ্রাচীন রথই হোক আর কোচবিহারের মদনমোহনদেবের ঐতিহ্যের রথই হোক, সর্বত্রই হল শুধু নিয়মরক্ষা। প্রথা মেনে পুজো হয়েছে সর্বত্রই। তবে রথ নামেনি পথে। কোচবিহারের মদনমোহনদেব মোটরযানে করে গেছেন মাসির বাড়ি। মাহেশে মাসির বাড়ি তৈরি হয়েছে মন্দির চত্বরেই। তাই রথের রশিতে টান দিয়ে পুণ্য অর্জন এবার আর হল না ভক্তদের। এখন আগামী বছরের জন্য অপেক্ষা।
কলকাতায় ইস্কনের রথে নিয়মরক্ষার কিছু মুহুর্তের ছবি কুন্তল চক্রবর্তীর লেন্সে: