মুক্তিপণ না মেলায় তরুণী খুনের অভিযোগ উঠল আসানসোলে

0
748

ইন্দ্রজিৎ রায়
দেশের সময়, আসানসোল

সাত দিন ধরে নিখোঁজ থাকার পর মঙ্গলবার অমরপ্রীত কৌর (১৭) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হল আসানসোলের বার্নপুরে এলাকার ধেমোমেনে। সোমবার মুক্তিপণ চেয়ে অজ্ঞাত কারীদের কাছ থেকে ফোন আসে মেয়ের বাবার কাছে। এরপর আজ উদ্ধার হয় মৃত দেহ।

স্থানীয় সূত্রে খবর ধেমোমেন কোলিয়ারির বজরঙ মন্দির লাগোয়া ইসিএলের নতুন আবাসনের বাসিন্দা বলখার সিং এর মেয়ে অমরপ্রীত কৌর (১৭) গত ১০/৮/২০১৯ এ বিকেল ৩:৩০ এ টিউশন পড়তে বেরিয়ে যায়। রাত পর্যন্ত না ফেরায় বাড়ির লোক আসানসোল দক্ষিণ থানার দক্ষিণ ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ জানায় ৷ শেষে সোমবার বিকেল ৩:৫০ নাগাদ অমরপ্রীতের মোবাইল থেকেই ১৫ লাখটাকা মুক্তিপন দাবি করে অমরপ্রীতের বাবার মোবাইলে ম্যাসেজ করা হয় ৷

একই সাথে পুলিশ প্রশাসনের সাহায্য নিলে খুনের হুমকি দেওয়া হয় ৷ যদিও বলখার সিং সমস্ত বিষয়টিই দক্ষিণ ফাঁড়িতে জানিয়েছিলেন ৷ এরপরেই পুলিশ ধরপাকড় শুরু করলে মঙ্গলবার ভোরে অমরপ্রীত নামে নাবালিকার দেহ আসানসোলের আপকার গার্ডেন অঞ্চলের জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ৷

তবে ঘটনার প্রেক্ষিতে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে দেহ নিতে অস্বীকার করে পরিবারের লোকেরা ৷ তাদের দাবি অমরপ্রীতকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ অমরপ্রীতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে ৷পুলিশ তৎপরতার সাথে শুরু করেছে তদন্ত।

Previous article‘‌বড়দা’‌ মোদিকে নিজেদের হাতে তৈরি রাখি পাঠাচ্ছেন বারাণসীর মুসলিম মহিলারা
Next articleস্বাধীনতা দিবসের প্রাক্কালে বীরভূমে উদ্ধার প্রচুর বিস্ফোরক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here