মাধ্যমিকের ইতিহাসে অনন্য নজির সৃষ্টি করলো জেলা সর্বোচ্চ ৯৯ শতাংশ নম্বরে

0
824

অর্পিতা দে ,কলকাতা: মাধ্যমিকের ইতিহাসে
প্রকাশিত হলো ২০১৯ এর মাধ্যমিকের ফলাফল। এই প্রথম পরীখ্যার্থীরা সর্বাধিক ৯৯ শতাংশ পর্যন্ত নম্বর পেয়ে পাশ করলো এবং পাশের হারও অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি প্রায় ৮৬.০৭ শতাংশ। পূর্ব মেদিনীপুরের মহম্মদ দেশপ্রাণ বিদ্যাপীঠ এর ছাত্র সৌগত দাস ৭০০ নম্বরের মধ্যে ৬৯৪ পেয়ে (৯৯%) পেয়ে প্রথম স্থান অধিকার করেছে৷

উত্তর বঙ্গের আলিপুর দুয়ার এর ফালাকাটা গার্লস হাই স্কুল এর শ্রেয়সী পাল, কুচবিহারের ইলাদেবী গার্লস হাই স্কুল এর দেবস্মিতা সাহা একইসঙ্গে দুজনে ৬৯১ নম্বর পেয়ে মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে৷

আবার উত্তর দিনাজপুর এর রায়গঞ্জ গার্লস হাই স্কুল এর ক্যামেলিয়া রায়, নদীয়ার শান্তিপুর মিউনিসিপালিটি হাই স্কুল এর প্রতিম মন্ডল একসাথে তৃতীয় স্থান অধিকার করেছে ৬৮৯ নম্বর পেয়ে৷ মোট ৫১ জন ছাত্র দশম স্থান অধিকার করেছে বিভিন্ন জেলা থেকে৷ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর প্রেসিডেন্ট কান্তিময় গাঙ্গুলি জানিয়েছেন এই প্রথম মাধ্যমিকে ৯৯ শতাংশ নম্বর প্রায় অনন্য নজির সৃষ্টি করলো জেলার ছেলেমেয়েরা৷

Previous articleকালীঘাটে মমতার সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক চন্দ্রবাবুর
Next articleবাংলায় ৫৮ টি গণনা কেন্দ্র, ২৫ হাজার গণনা কর্মী, প্রস্তুতি কেমন দেখে নিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here