দেশের সময় ওয়েবডেস্কঃ পার্টি অফিস দখল ঘিরে অগ্নিগর্ভ জগদ্দল৷ বিজেপির অবরোধ তুলতে গেলে ধুন্ধুমার বাঁধে পুলিশের সঙ্গে৷ সার্কাস মোড়ে অবরোধ তুলতে গেলে ইটবৃষ্টি হয়৷ পরিস্থিতি সামলাতে নামানো হয় র্যাফ৷ এই সময়েই মাথা ফাটে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের৷ ইটের আঘাতে আহত বেশ কয়েকজন পুলিশ কর্মীও৷
- তিনি এখন আর শুধু ডাকসাইটে নেতা নন, বিজেপি সাংসদও।
- ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেতাজ বাদশা সেই অর্জুন সিং এবার আক্রান্ত হলেন নিজের গড়েই।
- শুধু তাই নয়, তাঁর গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বিক্ষোভ, এমনকী পুলিশের মারে তাঁর মাথা ফেটেছে বলে অভিযোগ। তাঁর মাথায় সাতটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের দাবি, ইটের আঘাতেই মাথা ফেটেছে অর্জুনের। তবে সাংসদের দাবি ইঁটের ঘায়ে নয়, পুলিশের লাঠির আঘাতেই মাথা ফেটেছে তাঁর৷ রবিবার অর্জুন সিংয়ের বাড়ির সামনেও বোমাবাজি হয়৷ তাঁর বাড়ি ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী৷ অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি চালানোর চেষ্টা চালানো হয় বলে অভিযোগ বিজেপির৷
আহত অর্জুন সিংকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে স্থানান্তরিত করা হয়৷ বর্তমানে তিনি কোথায়, তা জানা যায়নি৷