দেবাশীষ মন্ডল, গোবরডাঙা।—————— শীত কালে ছুটির দিনে পিকনিক হবে না এটা ভাবাই যায় না, কিন্তু উপযুক্ত জায়গার অভাবে মন খুলে পিকনিক করতে পারেন না। ভালো পরিবেশে কম টাকায় পিকনিকের সুযোগ এবার গোবরডাঙায়। মাত্র ১০ টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করুন । আর সময় পেলে চড়ুইভাতি টা সেরে ফেলুন। উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা পৌরসভার ১১ নং ওয়ার্ডে ৩০ বিঘা জমির উপর তৈরি হয়েছে পিকনিক স্পট। গ্রীন সিটি প্রকল্পে ২২ লক্ষ টাকা খরচ করে এটি নতুন করে সাজানো হয়েছে। এই পিকনিক গ্রাউন্ডে এক সঙ্গে ৫০ টি ১০০ জনের দল পিকনিক করতে পারবে। মাত্র ১০ টাকা মাথা পিছু প্রবেশ মূল্য। পিকনিক স্পটের একদিকে সুবিশাল সরকারি বাওড়। অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ। সঙ্গে থাকছে বিনোদনের সমস্ত সুযোগ। তবে পৌরসভার কড়া নির্দেশ প্লাস্টিক ও ডিজে সাউন্ড ব্যবহার করা যাবে না। পার্কে ঘুরতে আসা গোবরডাঙা কলেজের ছাত্রী তথা বনগাঁর বাসিন্ধা বর্নালী মন্ডল ও সঞ্জীব গায়েন বললেন আজ ঘুরতে এসেছি, নতুন বছরে পিকনিকে আসবো। পৌর সভার চেয়ারম্যান সুভাষ দত্ত বললেন গোবরডাঙ্গার শিল্পী সৌমেন কর তার নিপুন হাতের ছোঁয়ায় সাজিয়ে তুলেছেন এই পার্ক,শিশুদের কথা ভেবে সাজানো হয়েছে সম্পূর্ণ জঙ্গল বুকের আদলে৷সাধারন মানুষের কথা ভেবে টিকিট মূল্য কম রাখা হয়েছে। মাত্র ২০০ টাকায় রান্নার ব্যবস্থা করা যাবে, গাড়ী রাখার ব্যবস্থা থাকবে, ১০ থেকে ৫০ টাকায়। তাই আর দেরি কেন ঘরের কাছেই চড়ুইভাতির এমন জায়গা এবার বেড়িয়ে পড়ুন এই শীতের মরসুমে।