দেশের সময়ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধেবেলা দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। সে দিকেই চোখ গোটা দেশের। তবে শুধু মোদী নন, নতুন মন্ত্রিসভায় কারা থাকবেন, সেই নিয়েও কৌতূহল বিস্তর দেশ জুড়ে। ইতিমধ্যেই অরুণ জেটলি জানিয়ে দিয়েছেন, স্বাস্থ্যের কারণে তিনি আর মন্ত্রিসভায় থাকতে চান না। শপথ গ্রহণের আগে বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। সেখানেই ঠিক হয়ে যায়, এই মন্ত্রিসভায় কারা থাকবেন। তারপরে বিজেপি সভাপতি অমিত শাহ তাঁদের ফোন করে সে কথা জানান।
দেখে নিন কারা থাকছেন মোদী মন্ত্রিসভার চূড়ান্ত তালিকায়:
- অমিত শাহ
- রবিশঙ্কর প্রসাদ
- পীযূষ গোয়েল
- স্মৃতি ইরানি
- নির্মলা সীতারমণ
- কিরেন রিজিজু
- সুষমা স্বরাজ
- রাজনাথ সিং
- নিতীন গড়করি
- ধর্মেন্দ্র প্রধান
- হর্ষ বর্ধন
- শ্রীপদ নায়েক
- নরেন্দ্র সিং তোমর
- সুরেশ প্রভু
- রাও ইন্দ্রজিৎ সিং
- ভি কে সিং
- অর্জুন রান মেঘওয়াল
- কৃষ্ণ পাল গুজ্জর
- রাম মিলাস পাসোয়ান
- হরসিমরত কউর বাদল
- সদানন্দ গৌড়া
- বাবুল সুপ্রিয়
- প্রকাশ জাভরেকর
- রামদাস অটওয়ালে
- জীতেন্দ্র সিং
- নিরঞ্জন জ্যোতি
- পরশোত্তম রুপালা
- থাওয়ার চন্দ গেহলট
- রত্তন লাল কাটারিয়া ( প্রথমবার )
- রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ( প্রথমবার )
- আর সি পি সিং ( প্রথমবার )
- জি কিষাণ রেড্ডি ( প্রথমবার )
- সুরেশ অঙ্গদি ( প্রথমবার )
- এ রবীন্দ্রনাথ ( প্রথমবার )
- কৈলাশ চৌধুরী ( প্রথমবার )
- প্রহ্লাদ জোশী ( প্রথমবার )
- সোম প্রকাশ ( প্রথমবার )
- রামেশ্বর তেলি ( প্রথমবার )
- সুব্রত পাঠক ( প্রথমবার )
- দেবশ্রী চৌধুরী ( প্রথমবার )