‘মনুস্মৃতি’-বিতর্ক: বিক্ষোভ মিছিলের পথে আটক বিজেপি নেত্রী খুশবু

0
977

দেশের সময় ওয়েবডেস্কঃ দিন কয়েক আগে ‌ভিসিকে প্রধান থোল থিরুমাভালান মন্তব্য করেন, মনুস্মৃতি মহিলাদের হেয় করে। এই ধর্মীয় গ্রন্থে মহিলাদের নিচু নজরে দেখা হয়েছে। তাঁদের যৌনকর্মী ভাবা হয়েছে। তাই বইটি নিষিদ্ধ করা উচিত। 


এই নিয়ে তামিলনাড়ুর কুড্ডালোরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিজেপি–র মহিলা শাখা। সেখানে যাওয়ার পথে চেঙ্গালপাট্টু জেলায় আটক হলেন খুশবু। জানা গেছে, কুড্ডালোরে ওই বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। অক্টোবরের শুরুতে কংগ্রেস ছেড়ে বিজেপি–তে যোগ দিয়েছেন প্রাক্তন এই অভিনেত্রী।

ভিদুথালাই চিরুথাইগাল কাটচি (‌ভিসিকে)‌ প্রধান থিরুমাভালান দিন কয়েক আগে মনুস্মৃতি নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন। বিজেপি–র দাবি, এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে তাঁকে। এর জেরে সাম্প্রদায়িক সংঘর্ষ হতে পারে। তামিলনাড়ু জুড়ে প্রতিবাদ মিছিল করছেন বিজেপি কর্মীরা।
যদিও থিরুমাভালান নিজের বক্তব্যে অনড়। তিনি বলেছেন, ‘‌আমি মনুস্মৃতি থেকে উদ্ধৃত করেছি। এটি নিষিদ্ধ হওয়া উচিত।

বিজেপি সংঘর্ষ বাঁধানোর জন্য ভুয়ো খবর ছড়াচ্ছে।’‌ ভিসিকে প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে বিরোধী ডিএমকে, কংগ্রেস এবং সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের অন্য দলগুলো। 

তিরুমাভলবনের মন্তব্যের প্রতিবাদে তামিলনাড়ু জু়ড়েই বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছে বিজেপির মহিলা মোর্চা। পাশাপাশি, তাঁর কাছ থেকে ক্ষমাপ্রার্থনারও দাবি করেছে গেরুয়া শিবির। এ দিন ওই রাজ্যের কাড্ডালোরে এমনই একটি প্রতিবাদসভার আয়োজন করা হয়েছিল। যদিও পুলিশ ওই প্রতিবাদসভার অনুমতি দেয়নি। তা সত্ত্বেও এ দিন সকালে সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন খুশবু। তবে চেঙ্গলপট্টিতে তাঁকে বাধা দেয় পুলিশ। এর পর তাঁকে আটক করা হয়।

Previous articleআত্মনির্ভর ভারত বিশ্ব অর্থনীতিতে জোর ধাক্কা দেবে, ইন্ডিয়া এনার্জি ফোরামে প্রধানমন্ত্রী
Next articleভোডাফোনের ২০ হাজার কোটি টাকা কর মকুবের রায়কে চ্যালেঞ্জ জানাবে কেন্দ্র!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here