দেশের সময় ওয়েবডেস্কঃ প্রধান বিরোধী দল মঙ্গলবার তাদের ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করেছে৷ বিজেপি এখনও প্রার্থী বাছতে হিমশিম খাচ্ছে৷ মঙ্গলবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকের ডাক দেয়৷ সেখানে বিভিন্ন রাজ্যের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা করা হয়৷ গভীর রাত অবধি চলে সেই বৈঠক৷ তবে সেই বৈঠকের পরেও কিছু জটিলতা থেকে গিয়েছে৷ সেই জট কাটাতে বুধবার ফের আলোচনায় বসবে নির্বাচন কমিটি৷
তবে বিজেপি সূত্রে খবর, মঙ্গলবারের বৈঠকে উত্তর-পূর্বের সাতটি রাজ্য, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার প্রার্থীদের নাম মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে৷ বুধবার এই সব রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে৷ কয়েকটি রাজ্যের তালিকায় থাকছে চমক৷ পুরানো সাংসদদের বদলে অনেক নতুন মুখকে সামনে আনা হয়েছে৷ জেনে নেওয়া যাক সম্ভাব্য প্রার্থী তালিকা৷
উত্তরপ্রদেশ:
বারাণসী: নরেন্দ্র মোদী
লখনউ: রাজনাথ সিং
আমেথি: স্মৃতি ইরানি
মথুরা: হেমা মালিনী
নয়ডা: মহেশ শর্মা
কানপুর: সতীশ মহানা
গাজিপুর: মনোজ সিনহা
ভাগপত: সত্যপাল সিং
বৈরিলি: সন্তোষ গঙ্গভর
গাজিয়াবাদ: ভিকে সিং
চন্দৌলি: মহেন্দ্র পাণ্ডে
সূত্রের খবর, উত্তরপ্রদেশের ১৮ জন সাংসদকে আর টিকিট দেয়নি বিজেপি৷ তাদের জায়গায় নতুন প্রার্থী আনা হয়েছে৷
ছত্তিশগড়: রাজ্যের ১১টি লোকসভা আসনের সবকটিতে নতুনদের প্রার্থী করা হতে পারে৷ বিজেপি সূত্রে তেমনই খবর৷ রাজ্য বিজেপি দলের নির্বাচন কমিটির কাছেই এই আর্জি জানিয়েছে৷ নতুন যাদের নামগুলি শোনা যাচ্ছে তারা হলেন রমন সিং(রাজনন্দগাও), ব্রিজমোহন আগরওয়াল (রায়পুর), প্রেম প্রকাশ পাণ্ডে (দুর্গ), অমর আগরওয়াল(বিলাসপুর)৷
উত্তরাখণ্ড:
নৈনিতাল: অজয় ভাট
পাউরি: তীর্থ সিং রাওয়াত
হরিদ্বার: রমেশ পি নিশাঙ্ক
আলমোরা: অজয় তামতা
তিহির গারওয়াল: মালা রাজলক্ষ্মী
মহারাষ্ট্র
নাগপুর: নীতিন গড়করি
মুম্বই নর্থ: পুনম মহাজন
মুম্বই নর্থ-ইস্ট: কীর্তি সৌমিয়া
বিহার:
পাটনা সাহিব: রবি শঙ্কর প্রসাদ
আরহ: আর কে সিং
বক্সার: অশ্বিনী চৌবে
পাটনা রুরাল: রাম কৃপাল যাদব
শরন: রাজীব প্রতাপ রুডি
বেট্টিয়া: সঞ্জয় জয়সওয়াল
যারা এবার ভোটে দাঁড়াবেন না:
লালকৃষ্ণ আদবানী: বিজেপির লৌহপুরুষ আদবানী এবার আর ভোটে দাঁড়াবেন না৷ তাঁর আসন থেকে লড়বেন ছেলে৷
মুরলী মনোহর যোশী: ৮৫ বছর বয়সী বিজেপির এই প্রবীণ নেতা ভোটে দাঁড়াতে চান না বলে দলকে জানিয়েছেন৷ তাঁর কানপুর কেন্দ্রটি থেকে লড়বেন সতীশ মহানা৷
সুষমা স্বরাজ: মোদী মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী সুষমা স্বরাজ গতবছরই জানিয়ে দিয়েছিলেন তিনি আর ভোটে দাঁড়াবেন না৷
অমিত শাহ: রাজ্যসভার সাংসদ ও মোদীর সেনাপতি সিদ্ধান্ত নিয়েছেন লোকসভা ভোটে না দাঁড়িয়ে দলের নির্বাচনী দায়িত্ব কাঁধে তুলে নেওয়া৷
অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো বেশ কিছু আসনের প্রার্থীর নাম জানিয়ে দেবে বিজেপি। এ বার বাংলার রাজনৈতিক মহলের চোখও সে দিকেই। কী চমক দেয় কেন্দ্রের শাসকদল।