মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রীর ৪ ঘণ্টার সফর, খরচের বহর ২৩ কোটি পার

0
408

দেশের সময় ওযেবডেস্কঃ বীরসা মুণ্ডার স্মরণে আগামী ১৫ নভেম্বর মধ্যপ্রদেশে পালন করা হবে জনজাতিয়া গৌরব দিবস। আদিবাসী যোদ্ধাদের উৎসর্গ করা হবে এই উৎসব। এই অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সপ্তাহভর উৎসব চলবে বীরসা মুণ্ডা ও আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে।

প্রধানমন্ত্রীর এই সফরের পিছনে দু-হাত উপুড় করে খরচ করছে মধ্যপ্রদেশ সরকার। মোট চার ঘণ্টার জন্য ভোপালে থাকবেন প্রধানমন্ত্রী। তার মধ্যে মঞ্চে থাকবেন মেরেকেটে ১ ঘণ্টা ১৫ মিনিটের জন্য। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী জনগোষ্ঠী এই অনুষ্ঠান প্রাঙ্গনে ভিড় করবে।  তার জন্য তৈরি করা হয়েছে বড় বড় প্যান্ডেল। প্রায় এক সপ্তাহ ধরে ৩০০ জন কর্মীকে এই কাজের পিছনে নিয়োগ করা হয়েছে। মধ্যপ্রদেশ সরকারের এতে মোট খরচ হচ্ছে ২৩ কোটি টাকারও বেশি।

ভোপালের জামবোরী ময়দানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এখানে রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষকে এনে জড়ো করার পিছনে শুধুমাত্র পরিবহণ খাতেই সরকারের খরচ হচ্ছে ১৩ কোটিরর উপর। সভায় আগত মানুষের খাওয়াদাওয়ার পিছনেও খরচ করা হবে অনেকখানি।
ভোপালে দেশের প্রথম বিশ্বমানের রেলওয়ে স্টেশনটিও চালু করবেন প্রধানমন্ত্রী। হাবিবগঞ্জের এই স্টেশনের পিছনে খরচ করা হয়েছে প্রায় ৪৫০ কোটী টাকা। জার্মানির হিডেলবার্গ স্টেশনের চেয়ে হাবিবগঞ্জের এই স্টেশন কিছু কম নয়।

Previous articleশীতেরপথ অবরোধ করে ফের বৃষ্টি ঢুকল বঙ্গে! আবহাওয়ার পূর্বাভাস জানুন
Next articleIndian Railways Regular train restore: পুরোনো ফর্মে ফিরছে ভারতীয় রেল, কেমন হবে সফর খরচ জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here