মদের দোকান খুলছে ,দিনে কতক্ষণ খোলা থাকবে জানাল প্রশাসন

0
922

দেশের সময়ওয়েবডেস্কঃ রাজ্যে বিধিনিষেধ তথা লকডাউন শুরু হওয়ার দিন থেকেই সমস্ত মদের দোকানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুদিখানা, মিষ্টির দোকান সীমিত সময়ের জন্য খোলা রাখার নির্দেশ দিলেও মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি। তবে সেই বিধিনিষেধ এ বার আংশিক প্রত্যাহার করে নিচ্ছে নবান্ন।

সূত্রের খবর, জেলা প্রশাসনকে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মদের দোকান মঙ্গলবার থেকে খোলা যাবে। খুচরো ব্যবসার জন্য যে নিয়ম সরকার এদিন থেকে চালু করেছে সেই মোতাবেকই মদের দোকান খুলবে। অর্থাৎ বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সমস্ত মদের দোকান খোলা রাখা যাবে। এ ব্যাপারে শুল্ক দফতর থেকে মদের দোকানগুলোকে নিয়ম-নিষেধ চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে মদের দোকান খোলার অনুমতি দিলেও বার, পাব, রেস্টো-বার খোলার অনুমতি এখনও সরকার দেয়নি। সে সব বন্ধই রাখতে হবে।

Previous articleস্বস্তি! দেশে আরও কমল করোনা সংক্রমণ
Next articleহাবরায় দুয়ারে অক্সিজেন প্রকল্প চালু করলেন জ্যোতিপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here