ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির কারখানায়,মৃত ৪৩,আহত অন্তত ২০

0
757

দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার সকালে মধ্য দিল্লির একটা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত কুড়ি জন। ঘটনাস্থলে তিরিশটিরও বেশি দমকলের গাড়ি পাঠানো হয়েছে।


এদিন সকালে রাণী ঝাঁসি রোডের আনাজ মান্ডির একটি কারখানায় ওই আগুন লাগে। কী থেকে আগুন লেগেছে তা অবশ্য পরিষ্কার নয়। কারখানার মধ্যে ৫০ জন বা তারও বেশি শ্রমিক ছিলেন। যাঁদের বেশিরভাগই ছিলেন ঘুমের মধ্যে। ফলে কোনও কিছু টের পাওয়ার আগেই আগুন তাঁদের গ্রাস করে নেয়।


অবস্থায় কুড়ি জনকে ভর্তি করা হয়েছে কাছে রাম মনোহর লোহিয়া ও হিন্দু রাও হাসপাতালে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে বলেছেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার সূবরকম চেষ্টা করছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের।”

Previous articleদেশের রান্নাঘর :এক কাপ স্যুপে আমি তোমাকে চাই –অর্পিতা দে
Next articleমা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, সেতু থেকে নীচে পড়ে মৃত্যু মোটরবাইক চালকের!‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here