ভারতে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু, সুস্থতার হার ৭৫ শতাংশ

0
373

দেশের সময় ওয়েবডেস্ক: গত দু’দিনে দেশে অনেকটাই বেড়েছিল দৈনিক সংক্রমণ। সেই তুলনায় সোমবারের বুলেটিনে তা অনেকটাই কম। গত দু’দিনের তুলনায় কমেছে মৃতের সংখ্যাও। তবে গতকালের তুলনায় সুস্থতার সংখ্যা প্রায় একই রয়েছে। আর তার জেরেই আরও বাড়ল সুস্থতার হার। শনি ও রবিবারের বুলেটিনে দৈনিক সংক্রমণ ছিল ৬৯ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ৬১ হাজারের বেশি। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে একদিনে সুস্থ হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ। ফলে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ হাজার ৪০৮ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ২৪ অগস্ট, সোমবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৬ হাজার ৩৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৮৩৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ৫৭ হাজার ৫৪২ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৮৫ শতাংশ। দেশে মৃত্যুহার প্রতিদিন কমছে।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছেন ৫৭ হাজার ৪৬৯ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ২৩ লাখ ৩৮ হাজার ৩৫ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৭৫.২৭ শতাংশ। এই সুস্থতার হার প্রতিদিনই বাড়ছে। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭ লাখ ১০ হাজার ৭৭১ জন। মোট আক্রান্তের ২২.৮৮ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন। এই অ্যাকটিভ রোগীর সংখ্যাও প্রতিদিন কমছে।

ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮২ হাজার ৩৮৩ জন। মহারাষ্ট্রে কোভিডে মারা গিয়েছেন ২২ হাজার ২৫৩ জন। তবে এর মধ্যেই এই রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৮ হাজার ২৭১ জন। অর্থাৎ এই মুহূর্তে মহারাষ্ট্রে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৮৫৯ জন।

আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৩৮৫ জন। মৃত্যু হয়েছে ৬৫১৭ জনের। আক্রান্তের সংখ্যায় তিন নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১১১ জন। মৃত্যু হয়েছে ৩২৮২ জনের। চার নম্বরে রয়েছে কর্নাটক। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮১৪ জন। মৃত্যু হয়েছে ৪৬৮৩ জনের। পাঁচ নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৭৮১ জন। মৃত্যু হয়েছে ২৯২৬ জনের। ছ’নম্বরে রয়েছে দিল্লি। রাজধানীতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৪৬৬ জন। মৃত্যু হয়েছে ৪৩০০ জনের।

মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ ও দিল্লি, এই ছয় রাজ্যেই মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ পেরিয়ে গিয়েছে। এই রাজ্যগুলি মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪১ হাজার ৯৪০ জন। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৬৫.৭৩ শতাংশ। এই ছয় রাজ্য মিলিয়ে মোট ৪৩ হাজার ৯৬১ জনের মৃত্যু হয়েছে, যা দেশের মোট মৃত্যুর ৭৬.৪০ শতাংশ।

Previous articleফের আজ থেকে চার দিন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে
Next articleছাত্রদের কথা ভাবুন ‘জয়েন্ট-নিট পরীক্ষা স্থগিত করুন,আর্জি মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here