“ব্যাক্তিগত নয়, পারফরমেন্স হবে সমষ্টিগত”

0
807

দেশের সময়, ওয়েব ডেস্ক: বক্সিং ডে টেস্ট শুরুর আগে দলের ব্যাটসম্যানদের উদ্দেশ্যে বার্তা শোনালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। উল্লেখ্য প্রথম টেস্টে বিরাট বাহিনীর জয় এলেও দ্বিতীয় টেস্টে জয়লাভ করে সিরিজে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। আর যার জন্য এদিন ভারতের ব্যাটিং পারফরমেন্স নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন দেখায় কোহলিকে। তিনি বলেন, “বোলারদের নিয়ে আমরা আলাদা করে কিছু ভাবছি না”। “আর বোলারদের কথা মাথ‍ায় রেখেই ব্যাটসম্যানদের উচিৎ নিজেদের সঠিক কর্তব্য পালন করা”। “ব্যাক্তিগত ভাবে নয় বরং আমাদের উচিৎ সমষ্টিগত ভাবে ভালো পারফরমেন্স উপহার দেওয়া”। “কোন একজনের উপর নির্ভর করে আমরা কেন একটা ম্যাচ খেলতে নামবো”? “অতএব অতীতে কি হয়েছে আমরা তা নিয়ে ভাববো না আগামী যে দুটি টেস্ট ম্যাচ আছে তা জিতে ফেরাই হবে আমাদের মূল লক্ষ্য”। পাশাপাশি অজি স্পিনার নাথান লিঁও প্রসঙ্গে বিরাটের মত, “লিঁও দারুন বোলার”। “অনেকটা সময় ধরে একই লাইনে বল করে যাওয়ার ক্ষমতা রাখে”। “তাই ওকে নিয়ে তো একটা বিশেষ পরিকল্পনা আমাদের থাকবেই”। “কারন একটানা একই লাইনে যদি ওকে বল করার সুযোগ দেওয়া হয় তবে আমাদের পক্ষে সেটা খুব মারাত্মক হতে পারে”।

Previous articleচিনে বাসে জঙ্গি হানা
Next article“লড়াইটা খুব কঠিন হবে, সমস্যার সমাধান অন্যভাবেও সম্ভব ছিল”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here