‘বেগমকে হারাচ্ছি’,ফের মমতাকে নিশানা শুভেন্দুর

0
1841

দেশের সময় ওয়েবডেস্কঃ নন্দীগ্রামে ভোটের মুখে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী।

আবারও বললেন, ‘বেগমকে হারাচ্ছি। যতই নাটকবাজি করুন না কেন। কোনও কাজে লাগবে না।’ তৃণমূলকে টার্গেট করে রবিবার সাগরের সভায় নন্দীগ্রামের বিজেপি প্রার্থী বলেন, ‘তোষণবাজ তৃণমূল সরকারকে তাড়াতে হবে। আমিও তৃণমূল করতাম। ওখানে ল্যাম্পপোস্ট হয়ে থাকতে হবে। তোলাবাজ ভাইপোকে নেতা মানতে হবে। আমরা বললাম, ভাইপোকে নেতা মানতে পারব না।’

তৃণমূলনেত্রীকে আক্রমণ করে শুভেন্দু এদিন আরও বলেন, ‘মোদীজি উন্নয়ন করেছেন। আর মাননীয়া কী করেছেন? দু’কোটি বেকার তৈরি করলেন, সাত বছর এসএসসি পরীক্ষা করাননি। চাকরিকে ভোকাট্টা করে দিয়েছেন।আমফানের চোরগুলোকে ভোট দেবেন না। চোরগুলোর কোমরে দড়ি পরাব। বেগমকে হারাবই। ওঁকে একটা ভোটও দেবেন না।’

কয়েকদিন আগে মমতাকে ‘রিগিংয়ের ক্যুইন’ বলে কটাক্ষ করেছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তিনি বলেছিলেন, ‘রিগিংয়ের ক্যুইন বলছেন, ভোটে রিগিং হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে। সেই কারণেই তিনি চিন্তায় রয়েছেন। এমনকী, তিনি প্রশাসনের অপব্যবহার করছেন। পুলিশ নীরব দর্শকে পরিণত হয়েছে। কিন্তু, মানুষ আমাদের পাশে রয়েছে।’ চণ্ডীপুরের সভায় শুভেন্দু বলেছিলেন, ‘মাননীয়াকে হারাব নন্দীগ্রামে। চিন্তার কোনও কারণ নেই। উনি আমার কাছে বড় প্রার্থী নয়।’

অন্যদিকে, প্রথম দফার ভোটের পর এদিন সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেছেন, ‘বাংলায় বিপুল ব্যবধানে জয়ী হবে বিজেপি। প্রথম দফায় ৩০ আসনের মধ্যে ২৬ আসনে বড় ব্যবধানে জিতব আমরা। দুশোরও বেশি আসনে জিতে বিজেপি সরকার গড়বে’। এদিন সাগরের সভায় শুভেন্দু বলেছেন, ‘গতকাল ভোটে ৩০টি আসনেই জিতেছি আমরা। আমার এলাকায় তৃণমূল ভোকাট্টা হয়ে গিয়েছে।’

Previous articleবাংলায় ‘খেলা হবে’ পরিবেশে অতিমারির বেরঙা দিন ভুলিয়ে বসন্ত উৎসবে নীল দিগন্তে উড়লো আবীর
Next article‘বনগাঁয় এবার পলাশ ফুটবে’- তাৎপর্যপূর্ণ বার্তা নিয়ে দোল উৎসবে অভিনব প্রচার জোট প্রার্থীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here