বৃহস্পতিতে ফের বৃষ্টি?কুয়াশাচ্ছন্ন দক্ষিণবঙ্গ

0
590

দেশের সময়ওয়েবডেস্কঃ মেঘ কাটতে না কাটতে ফের বৃষ্টি!‌ এবার বৃষ্টি হতে পারে পশ্চিমি ঝঞ্ঝার মেঘে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার বৃষ্টি হতে পারে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। আর বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে কলকাতা ও আশপাশের অঞ্চলে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। গত কয়েক দিন মেঘ থাকার পর সোমবার ছিল রোদ–ঝলমলে আকাশ। তাতে ফের একবার জমাট শীতের পরিবেশ তৈরি হয়েছে।

সর্বনিম্ন তাপমাত্রাও বেশ খানিকটা নেমে গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ, মঙ্গলবারও সর্বনিম্ন তাপমাত্রা কম থাকবে। তবে বুধবার থেকে তা ফের কিছুটা বাড়তে পারে। তবে শীতের আবহে তা ব্যাঘাত ঘটাবে না।
কয়েক দিন আগেই নিম্নচাপ অক্ষরেখার মেঘে বৃষ্টি হয়েছিল। সেই মেঘ কেটে সোমবার রোদ উঠেছে। তাহলে আবার কেন বৃষ্টির পরিস্থিতি?‌

আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের হাওয়ায় জলীয় বাষ্প অনেকটা বেড়ে গেছে। তারই মধ্যে পশ্চিমি ঝঞ্ঝার পরিস্থিতি গড়ে ওঠায় তা শক্তিশালী হয়ে উঠছে। আর সেই কারণে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর কারণে সর্বনিম্ন তাপমাত্রা অল্প কিছুটা বাড়লেও সর্বোচ্চ তাপমাত্রা একই রকম থাকবে।


মৌ

সম ভবন জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তর ও মধ্য ভারত জুড়ে বৃষ্টির পরিবেশ গড়ে উঠেছে। আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন। তার প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।

শান্তিনিকেতনে ছবি তুলেছেন সৌগত সামন্ত,
সমীরণ নন্দী৷

Previous articleঐশী ঘোষের বিরুদ্ধে মামলা করল দিল্লি পুলিশ
Next articleYour Shot 🔘 The portrait

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here