দেশের সময় ওয়েবডেস্কঃ বাড়তে পারে শহরের তাপমাত্রা। শুষ্ক তাপমাত্রা বাড়াবে অস্বস্তি। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা। কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ে হতে পারে ছিটেফোঁটা বৃষ্টিপাত।
গরমে নাজেহাল রাজ্যবাসী। বিকেলের দিকে কালবৈশাখী তো দূরে থাক, বইছে না হাওয়াও। ভ্যাপসা গরম বাড়াচ্ছে অস্বস্তি। আলিপুর অাবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তারপর থেকেই ফের দাপট দেখাবে গরম। তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রির বেশি।
এদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি, সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ। পঞ্চম দফা ভোটের পর থেকেই গরমের কিছুটা কমতি হয়েছে বঙ্গে।
শহরতলী সহ বেশ কিছু জেলায় বৃষ্টি স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে। হাওয়া অফিস জানাচ্ছে, পূবালী হাওয়ার জন্যই কিছুটা কমেছে তাপমাত্রা। রয়েছে মেঘলা আকাশ। আগামী কয়েকদিন মেঘলা আকাশ বজায় থাকবে কলকাতা ও তার আশপাশের অঞ্চলে। যদিও আকাশ থেকে থেকেই মেঘলা থাকলেও বৃষ্টি অপেক্ষাই সার।
মঙ্গলবার কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে হতে পারে বৃষ্টিপাত। এছাড়াও এদিন উত্তর ২৪ পরগনা এবং নদিয়াতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
কোথায় কত সর্বোচ্চ তাপমাত্রা? একনজরে:
আবহাওয়া দফতর সূত্রে খবর, আসানসোলে পারদ ছুঁয়েছে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ৪০.২ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা ৩৮.২ ডিগ্রিতে,বহরমপুরে পারদ চড়েছে ৩৯.৪ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ৩৯ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি, কোচবিহারে তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি, দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৫ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ ছুঁয়েছে ৩৫.৪ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ৩৫ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ৩১.১ ডিগ্রি, কালিম্পঙে ২৪.৫ ডিগ্রি, কৃষ্ণনগরের ৩৮.৬ ডিগ্রি, মালদায় ৩৮.৫ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ৩৯ ডিগ্রিতে, পানাগড়ে ৪০ ডিগ্রি, সল্টলেকে ৩৮.৯ ডিগ্রি, শিলিগুড়ির তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি, শ্রীনিকেতনে ৩৯.৬ ডিগ্রি।