বিয়ের মরসুমে বাজারে সোনা এতটা সস্তা জানুন:

0
808

দেশের সময় ওয়েডেস্ক: বিয়ের মরসুমে সত্যিই সুখবর দিল সোনার বাজার। গত ২১ নভেম্বর এক লাফে অনেকটা কমেছিল সোনার দাম। তবে ২২ তারিখ আবার বেড়ে যায়। এর পরে শনিবার ও সোমবার ভারী পতন। শনিবার বাজার বন্ধ হওয়ার সময়ে ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৩৮,৮৯০ টাকা। একই পরিমাণ সোনার ২২ ক্যারাটের দাম ছিল ৩৭,৪৯০ টাকা। সোমবার বাজার খোলার পরে দুই রকমের সোনার দাম ১০ গ্রাম প্রতি কমেছে ১৭০ টাকা করে। এদিন কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৩৭,৩২০ টাকা। অন্য দিকে, ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৩৮,৭২০ টাকা।

তবে দাম কমার হিসেবে অনেকটাই এগিয়ে ২১ নভেম্বর। সেদিন ২২ ও ২৪ দু’ধরনের সোনাই ১০ গ্রাম প্রতি ৫৪০ টাকা করে কমে। সব মিলিয়ে গত সাত দিনে কলকাতায় সোনার দাম অনেকটাই কমল। বিয়ের মরসুমে বাজারের ক্রেতা, বিক্রেতা সকলের জন্যই খুশির খবর দিল সোনার বাজার।

পুজোর আগে যে ভাবে সোনার দাম আকাশ ছোঁয়া হয়েছিল তার তুলনায় এখন সোনার দাম ২০০০ টাকার চেয়েও বেশি সস্তা। আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিবাদের জেরে সোনার দাম চড়া হয়েছিল। এখন সেই বিবাম মিটে যাওয়ার লক্ষণ দেখা দিতেই বাজারে সুদিন আসছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ইদানীংকালের মধ্যে সোনার দাম সব থেকে কম হয়েছে এই সপ্তাহেই। মনে করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে আরও সস্তা হবে সোনালি ধাতু।

Previous articleলাথি মেরে জয়প্রকাশকে ঝোপে ফেলা হল, করিমপুর নিয়ে রিপোর্ট তলব কমিশনের
Next articleজয়প্রকাশকে লাথি মারল কে?শনাক্ত করল বিজেপি,জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here