বিজেপি ছেড়ে তৃণমূলে ৩০০ জন কর্মী,মধ্যমনি জ্যোতিপ্রিয়

0
399

দেশের সময় ওয়েবডেস্কঃ বনগাঁলোকসভা কেন্দ্রে বিজেপি–র দুর্গে বড়সড় ফাটল। শনিবার জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে বিজেপি–র ৩০০ জন নেতা, কর্মী তৃণমূলে যোগ দিলেন। দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে দলত্যাগের সিদ্ধান্ত বলে দাবি তৃণমূলের। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জ্যোতিপ্রিয় মল্লিক।


রাজ্যে আগামী বিধানসভা এবং কিছু পুরসভার নির্বাচনকে সামনে রেখে এদিন গোবরডাঙায় পর্যবেক্ষণ বৈঠক অনুষ্ঠিত হয়। জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, দলের জেলা কো–অর্ডিনেটর নারায়ণ গোস্বামী, বিধায়ক পার্থ ভৌমিক, সুরজিৎ বিশ্বাস, প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর, গোবরডাঙা পুরসভার প্রধান সুভাষ দত্ত, তৃণমূল নেতা রাজীব দত্ত, শঙ্কর দত্ত, গোবিন্দ দাস–সহ অন্যরা।

জেলা কো–অর্ডিনেটর নারায়ণ গোস্বামী বলেন, ‘‌এদিনের বৈঠকে উপস্থিত বনগাঁ লোকসভা কেন্দ্রের অর্ন্তগত ৫টি বিধানসভার দলীয় সংগঠক, পুরপ্রধান, ওয়ার্ড কাউন্সিলর, ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত দলীয় প্রতিনিধিদের কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। ‘‌দিদিকে বলো’‌ কর্মসূচির অঙ্গ হিসেবে সেখানে বলা হয়েছে, এখন থেকে প্রতি মাসে কমপক্ষে একদিন করে বুথ স্তরে কর্মী, সাধারণ নাগরিকদের নিয়ে বৈঠক করতে হবে। বৈঠক হচ্ছে কি না, তার প্রমাণ দিতে নেতাদের হাতে রেজুলেশন খাতা দেওয়া হয়। সেই খাতা পরীক্ষা করবেন দায়িত্বপ্রাপ্ত জেলার শীর্ষস্থানীয় নেতারা।‌’‌

এদিন দলীয় বৈঠক শেষে বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেওয়া নেতা, কর্মীদের তৃণমূলে যোগদানের কর্মসূচি ছিল। সেখানে বিজেপির গোবরডাঙা নির্বাচনী কমিটির আহ্বায়ক কল্যাণ দত্তরায়ের নেতৃত্বে গোবরডাঙা পুরসভা এলাকার ৯টি ওয়ার্ডের বিজেপি সভাপতি, ৩ জন মণ্ডল সম্পাদক–সহ মোট ৩০০ জন বিজেপি নেতা, কর্মী তৃণমূলে যোগ দেন। তঁাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

Previous articleবাংলার মুখ্যমন্ত্রীর জন্মদিন আজ, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢেউ
Next articleসোমবার গঙ্গাসাগর সফরে মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here