“বানর রাজা” বুনিয়াদপুরে একাই একশো !

0
584

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ সংখ্যায় ইনি একা, তাতে অবশ্য খুব একটা যায় আসেনা। কারন ইনি নিজেকে একাই একশো ভাবেন। ভাবছেন তো কার কথা বলছি, না কোন মানুষ নই, এ এক বানরের কাহিনী!

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বানর রাজাকে চেনে না এমন কোনো মানুষ নেই।
বাদরের অত্যাচারে অতিষ্ট এতল্লাটের সবাই।কখন ও বাড়ির খাবার লুট, দোকান লুট,গাছের সমস্ত ফল নষ্ট, অবার কখনো পথ চলতি মানুষ কে আক্রমণ করে কামড় বসানো, এসসব কর্মকাণ্ডের জন্য প্রায়সই খুব পরিচিত ইনি। যদিও এ তল্লাটে আগে কখন ও বানর দেখেনি কেউ, সংখ্যাই একা হলেও আকস্মিক আগত বাঁদরের অত্যাচারে অতিষ্ট বুনিয়াদপুরের বাসিন্দারা।

. বাঁদরের ভয়ে বাড়ির মহিলারা আতঙ্কিত ,এবং ছোটো শিশুরাও বাড়িতে থেকে বেরোতে ভয় পাই ইদানিং। শুধু মানুষ নয় অন্যান্য জীব জন্ত এমন কি পথ চলতি কুকুর বিড়াল ও ভীতি গ্রস্ত এই বানরের অত্যাচারে। এই বিষয়ে এলাকার এক মহিলা বাসিন্দা বাসন্তী রায় জানান, এই বানর কোথা থেকে এসেছে জানিনা প্রচন্ড বিরক্ত করছে সকলকে, ওর ভয়ে কেউ কোথাও বেড়োতে পারছেনা বনদপ্তরের কোন পাত্তা নেই কবে যে এই সমস্যা থেকে মুক্তি পাবো তা ঈশ্বরই জানেন। তবে বানর রাজার এহেন অত্যাচারে অতিষ্ট এতল্লাটের বাসিন্দারা কখনো ওই অবলা জীবকে আঘাত করেন না কারন, পাছে শ্রীমান বজরংবলী পাপ দেন!

Previous articleপেট্রোলের ‘গলাকাটা’ দামের প্রতিবাদে আজ রবিবার-ও রাজ্যজুড়ে পথে তৃণমূল
Next articleনেই পর্যাপ্ত আলো রাত নামতেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে সেতুর ওপর দিয়ে যান চলাচল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here