বাঙালি আইপিএস অফিসার রীনা মিত্রকে এবার রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টার পদে বসাতে চলেছে রাজ্য সরকার

0
851

দেশের সময় ওয়েবডেস্কঃ নবান্ন সূত্রের খবর,অবসরপ্রাপ্ত বাঙালি আইপিএস অফিসার রীনা মিত্রকে এবার রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টার পদে বসাতে চলেছে রাজ্য সরকার। কয়েক দিনের মধ্যেই রীনা তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানাগেছে৷

বেশ কিছুদিন আগে থেকেই রীনা মিত্রকে সিবিআই অধিকর্তা পদে বসার জল্পনা চলছিল ৷ তবে শেষ পর্যন্ত সেই আসনে নিয়োগ করা হয়নি তাঁকে৷ রাজ্যের অভন্তরীণ নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব তিনি নেবেন বলে জানা গিয়েছে।

এখন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদে রয়েছেন সুরজিৎ করপুরকায়স্থ, তিনি বর্তমানে শুধু রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তবে রীনা মিত্র যোগ দেওয়ার পরেও আগামী দিনে সুরজিৎবাবুর দায়িত্ব কমছে না বলেই সরকারি সূত্রে জানা গিয়েছে। রাজ্য প্রশাসনের কর্তাদের মতে, সুরজিৎবাবু রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা৷ কিন্তু রীনাদেবী হবেন রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা৷ দু’জনের পদ পৃথক৷ মুখ্যমন্ত্রী ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন৷ফলে কাজের জায়গাও আলাদা৷

নবান্নের তরফে জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হবে রীনা মিত্রকে৷ রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে পুলিশের পরিকাঠামো উন্নয়নেও সরকারকে সাহায্য করবেন তিনি৷

উল্লেখ্য ১৯৮৩ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের অফিসার রীনার জন্ম এই রাজ্যেই। তিনিই বাংলার প্রথম মহিলা আইপিএস অফিসার। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায় প্রশংসার সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন৷ সিবিআইয়ের অধিকর্তা পদে প্রার্থী হিসেবেও তাঁর নাম উঠে এসেছিল। কিন্তু শেষমেশ তা হয়নি। গত ৩১ জানুয়ারি অবসরের সময়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব (আভ্যন্তরীণ নিরাপত্তা) পদে ছিলেন রীনা মিত্র৷

ছবি সংগৃহীত/

Previous articleফের বুধবার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের নোটিস ধরালেন সিবিআই
Next article৫দিন জেরার পর শিলং থেকে কলকাতার পথে রাজীব কুমার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here