বাগবাজারের বিজয়াদশমী :দেখুন ভিডিও:
অর্পিতা দে, কলকাতা:
উত্তর কলকাতার বেশকিছু বারোয়ারি পুজো গুলোর মধ্যে ১০১ বছর পুরানো ঐতিহ্যশালী পুজো হলো বাগবাগবাজার সার্বজনীন৷ এই অঞ্চলই একসময় সুতানুটি নামে পরিচিত ছিল।
বনেদিয়ানা, সাবেকিয়ানা আর ঐতিহ্যেই এই পুজোর মূল আকর্ষণ। এই পুজোর আর তাই বিজয়া দশমীর দিন সকাল থেকেই ভিড় জমান স্থানীয় এবং দূর থেকে আসা বহু মহিলা দেবীকে সিঁদুর দিয়ে বরণ করে নেয়ার জন্য৷