বসন্ত উৎসবে সম্প্রীতি রক্ষার আহ্বান মমতার

0
715

দেশের সময় ওয়েবডেস্কঃ দোলযাত্রা এবং হোলির উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার নবান্নে তিনি বলেন, ‘‌আসুন সবাই মিলে শান্তিতে রঙের উৎসব পালন করি। কেউ যাতে উৎসবের সুযোগ নিয়ে অশান্তি সৃষ্টি করতে না পারে তা দেখতে হবে।’‌

সমস্ত সম্প্রদায়ের মানুষের কথা মাথায় রেখে বৃহস্পতিবার এবং শুক্রবার ছুটি দিয়েছে রাজ্য সরকার। তিনি জানান, দুর্গাপুজো থেকে শুরু করে ঈদ বা দোলযাত্রা সমস্ত উৎসবই একই মর্যাদায় পালিত হয় রাজ্যে। আর আগামীদিনেও সেটাই হবে। তাঁর কথায়, ‘‌আমাদের রাজ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আছে তা রক্ষা করা আমাদের দায়িত্ব।’‌


উল্লেখ্য, পুজোর আগে মহালয়ার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন করেও মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই রাজ্যের মানুষ সমস্ত ধর্মের উৎসবকেই এক নজরে দেখেন। এই ঐক্যই বাংলার মানুষের শক্তি। আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি এবং ভালবাসি।

আমাদের মধ্যে কেউ হিন্দু, কেউ মুসলমান কেউ আবার শিখ। নিজেদের ধর্মের মতো অন্য ধর্মকেও আমাদের সম্মান করতে হবে। আমরা সমস্ত ধর্মের অনুষ্ঠানে একই উৎসাহ নিয়ে যোগদান করে থাকি। এই একতাই আমাদের শক্তি।তিনি ধর্মনিরপেক্ষ। তিনি সম্প্রীতির পক্ষে। বারবার বলেছেন, ধর্ম যার যার নিজের কিন্তু উৎসব সবার

Previous articleমুম্বইয়ে ২৬/১১র ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা, ন্যক্কারজনক বলল চীন
Next articleএ বছর হোলি খেলবেন না সিআরপিএফ জওয়ানরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here