দেবাশীষ মন্ডল, বনগাঁ, — স্কুল শিক্ষক থেকে গৃহবধু, সরকারি কর্মচারী থেকে পথ চলতি সাধারন মানুষ ভোট দিচ্ছেন লাইন দিয়ে। ভোট দিয়ে বেরিয়ে এসে বলছেন এবার ভোটটা সঠিক জায়গায় দিলাম। না এটা কোনো আসল ভোট নয়, লোকসভা ভোটের প্রস্তুতি, বনগাঁ মহকুমা প্রশাসনের উদ্যোগে নকল ভোটযন্ত্রে ভোট দেওয়ার পদ্ধতি প্রচার শুরু হলো। ২১ শে জানুয়ারী থেকে ৫ ই ফেব্রুয়ারী পর্যন্ত বনগাঁ মহাকুমা এলাকায় তিন হাজার বুথে চলবে প্রচার, সাধারন মানুষক়ে ভোট যন্ত্রে ভোট দেওয়ার পদ্ধতি দেখানো হবে। এ ছাড়া মহাকুমা অফিসে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ক্যাম্প করে প্রচার চালানো হবে, জানিয়েছেন বনগাঁ মহাকুমা শাসক ড:কাকলী মুখার্জী । এই ভোট যন্ত্রে ইভিএম মেসিনের সাথে দুটো ইউনিট থাকবে এক CU কন্টল ইউনিট আর BU ব্যালট ইউনিট, যার মাধ্যমে একজন ভোচার ভোট দেবার পর স্কিনে দেখতে পাবেন কাকে ভোট টা দিলেন।
সাত সেকেণ্ড থাকবে স্কিনে। প্রতিটা ভোটারের ভোট মেসিনে স্লিপ আকারে জমা থাকবে। প্রয়োজনে ভোট রি-কাউন্ট করা যাবে।–ভোট দেবার পর গৃহবধু দেবী বিশ্বাস জানান অনেকটা সচ্ছ হবে এবার ভোট। প্রান্তান স্কুল শিক্ষক দুলাল চন্দ্র রায় ভোট দেবার পর জানান খুব ভালো এই মেসিন। ভোটটা এবার ভালো ভাবে দিতে পারবো।