বনগাঁ পৌরসভা নির্মিত অত্যাধুনিক সুইমিংপুল ও জিম কেন্দ্র চালু হল বুধবার

0
1661

দেশের সময়, বনগাঁ: বুধবার সন্ধ্যায় চালু হলো বনগাঁ পৌরসভা নির্মিত অত্যাধুনিক সুইমিংপুল এবং জিম কেন্দ্রে। পুরসভা সূত্রে জানা গেছে, এই প্রকল্পটি নির্মাণ করতে পাঁচ কোটি টাকার বেশি খরচ হয়েছে। বুধবার এই প্রকল্পের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু বুলা চৌধুরী

এখানে সাঁতার শেখার জন্য ভর্তি ফি বাবদ জনপ্রতি ১ হাজার টাকা এবং প্রতি মাসে ভাড়া বাবদ দিতে হবে ৫০০ টাকা করে। একই পরিবারের দুজন হলে সেক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে পৌরসভা। অন্যদিকে জিমে ভর্তির ক্ষেত্রে লাগবে ১ হাজার টাকা। মাসিক ভাড়া বাবদ দিতে হবে ৩০০ টাকা জনপ্রতি।

সাঁতার শেখানোর জন্য প্রশিক্ষক হিসেবে থাকছেন রাধারমণ পাল এবং সঞ্জীব বকশী। ব্যাডমিন্টন শেখার ক্ষেত্রে ভর্তি ফি ৫০০ টাকা এবং প্রতি মাসে দিতে হবে ৩০০ টাকা করে। এই প্রকল্পে অন্যান্য বিষয় যুক্ত থাকলেও বাকিগুলি এখনই চালু হচ্ছে না বলে পুরসভা সূত্রে জানা গেছে।


বুধবার সন্ধ্যায় নতুন এই প্রকল্পের উদ্বোধনে পুরপ্রধান শঙ্কর আঢ্য সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন৷

Previous articleধনতেরাসের আগে এ কী কাণ্ড! ষাঁড়ে খেয়ে নিল সোনার গয়না,ফিরে পাওয়ার অপেক্ষায় গেরস্থ
Next articleDesher Samay E Paper

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here