দেশের সময়: করোনা কাঁপুনির মধ্যেই আজ বাংলায় ষষ্ঠ দফায় ভোটগ্রহণ। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর জেলায় ভোটগ্রহণ চলছে। আজ মোট ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ। একদিকে, হ্যাটট্রিক করতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ‘অভূতপূর্ব সাফল্যে’র ধারা বজায় রেখে ‘সোনার বাংলা’ গড়তে মরিয়া বিজেপি। এবারের নির্বাচনে তৃণমূল বনাম বিজেপি লড়াই হলেও নজর রয়েছে বাম-কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোটের দিকে। একুশের লড়াইয়ে বাংলার কুর্সি কার হাতে থাকবে? এর উত্তর মিলবে আগামী ২ মে। এ দিনই ভোটের ফল ঘোষণা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এবার হিংসা রুখতে তৎপর নির্বাচন কমিশন।
ষষ্ঠ দফার ভোটের সকালে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সকলকে ভোট দেওয়ার আর্জি জানালেন মোদী।
The people of West Bengal are voting to elect a new assembly. On the sixth phase today, urging those whose seats are polling to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) April 22, 2021
নির্বাচনের লাইভ আপডেট: ষষ্ঠ দফায় ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু
বুথে জয় শ্রীরাম বলায় সরতে হল থার্ড পোলিং অফিসারকে। পূর্বস্থলীর দোল গোবিন্দপুর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ নম্বর বুথের ঘটনা। হঠাৎই নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসার সৌম্যজিৎ ভট্টাচার্য জয় শ্রীরাম বলেন। এতে আপত্তি জানান তৃণমূলের এজেন্ট।
ব্যারাকপুরে লিচুবাগান এলাকায় ব্যাপক উত্তেজনা। তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। এক বিজেপি কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ।
সকাল ১০টা পর্যন্ত কমিশনে মোট ৩৬ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ২৩টি অভিযোগ উত্তর ২৪ পরগনার।
আমডাঙায় বোমাবাজির ঘটনা ঘটেনি বলে জানাল নির্বাচন কমিশন।
ভোট দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভোট দিয়ে মহুয়া বললেন, ‘শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে।’
কেতুগ্রামে তৃণমূল-বিজেপি_সংঘর্ষ ঘিরে উত্তেজনা। এলাকায় বোমাবাজির অভিযোগ। মাথা ফাটল বিজেপি কর্মীর।
চোপড়ায় ভোটারের বাড়ি লক্ষ্য করে গুলি, এলাকায় বাইক বাহিনীর তাণ্ডব:
ভোট শুরুর আগে থেকেই উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। এলাকাবাসীর অভিযোগ, গুলি চলছে দফায় দফায়। আগ্নেয়াস্ত্র হাতে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী। কোন দল জড়িত তা এখনও নিশ্চিত করে বলা যায়নি।
স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতে চোপড়া বিধানসভার চুটিয়াখোর এলাকায় বাইকে চেপে দশ থেকে বারো জনের একটি দল ঢুকে পড়ে এলাকায়। প্রত্যেকের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। তারা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ভোটারদের বাড়ি লক্ষ্য করে। এলাকারই এক ভোটারের বাড়ির জানলার কাচ ভেঙেছে। দেওয়াল ফুটো হয়ে গেছে।
এলাকার লোকজনের অভিযোগ, গত কয়েকদিন ধরেই নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ভোটারদের। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগেও একইভাবে ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। অনেকেই বলেছেন, এই এলাকার লোকজন পঞ্চায়েত ভোট দিতে যেতে পারেননি। ভোট না দেওয়ার জন্য শাসিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা।
রাতভর চুটিয়াপাড়ায় গুলি চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে কোন রাজনৈতিক দলের বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে সে ব্যাপারে তাঁরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। গুলি চলার খবর পেয়েও কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়নি বলেও দাবি করেছেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
বনগাঁ পুরসভার ৭নং ওয়ার্ডের ১০৭ নম্বর বুথে তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। জখম হয়েছেন এক তৃণমূলকর্মী।
তৃণমূলের পতাকা লাগিয়ে বুথ সাজানোর সময় তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বুধবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ১০৭ নম্বর বুথ এলাকায়।
স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, মারধরে তাপস দাস নামে এক মূল কর্মী জখম হয়। তার হাতে গুরুতর আঘাত নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি রাজু দে বলেন” প্রত্যেক বছর আমরা ভোটের আগের দিন রাতে দলের কর্মীরা বুথ সাজাই। এবারও সাজাচ্ছিলাম। হঠাৎই বিএসএফ জওয়ানরা এসে বীভৎস লাঠিচার্জ করে৷ ভয়ে সবাই পালিয়ে গেলে জওয়ানেরা বাড়ির মধ্যে ঢুকে ঢুকে লাঠিচার্জ করে৷ লাঠির আঘাতে রাজু দাসরাজু দাস (৭ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব সভাপতি) এর হাতে লেগে হাত ভেঙে গিয়েছে।”
হাবড়া বিধানসভার কুমড়া পঞ্চায়েতের জমিদার গেট এলাকায় এক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ষষ্ঠ দফার নির্বাচনের সকালেই জমিদার গেট এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্তে হাবড়া থানার পুলিশ৷
কাঁচরাপাড়ায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ। মারধরে মাথা ফাটল তৃণমূল নেতার। বিজেপি-র বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।
ভোট দিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়।
West Bengal: BJP national vice president Mukul Roy casts his vote for the sixth phase of state Assembly polls at booth number 141 – at Kanchrapara Municipal Polytechnic High School – in Kanchrapara of North 24 Parganas district.#WestBengalElections pic.twitter.com/gDp5z1VYsS
— ANI (@ANI) April 22, 2021
সকাল সকাল ভোট দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
ভোট শুরু হতে না হতেই ভোটের ফল জানিয়ে দিলেন ব্যারাকপুরে তৃণমূলের তারকা প্রার্থী। রাজ চক্রবর্তীষষ্ঠ দফার ভোটের শুরুতেই ফিল্মি কায়দায় পরিচালক রাজ বললেন, ‘আজকের সিনেমা হিট করে গিয়েছে।’ সেই সঙ্গে কত লিডে জিতবেন তিনি, সে ব্যাপারেও সোজাসাপটা জবাব দিলেন রাজ। এ নিয়ে আত্মবিশ্বাসের সুরে পরিচালক বললেন, ‘৩০-৩৫ হাজার লিড পাব।’
আমডাঙা বিধানসভার কাশিমপুর অঞ্চলের ১৬৭ নম্বর বুথে কাশিমপুর হাই স্কুলে ভোট দেওয়ার জন্য সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে বহু মানুষ, শিকেয় দুরত্ববিধি।
বর্ধমানের মঙ্গলকোটে ভোট দিতে ভিড় ভোটারদের। শুরু হল ভোটগ্রহণ।
রায়গঞ্জ বিডিও অফিস সংলগ্ন ১২৭ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় এখনও ভোট চালু হল না বলে অভিযোগ। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা।
উত্তর দিনাজপুরের ইটাহারে চূড়ামণি হাইস্কুলের ১৫৪নং বুথে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার শাসকদের।
ভোট শুরুর আগে আমডাঙায় বোমাবাজির অভিযোগ উঠেছে। ১০-১২টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের। এলাকায় টহল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের।
আজ চার জেলার ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ।
ষষ্ঠ দফায় আজ যে কেন্দ্রগুলিতে ভোট, দেখুন একনজরে…
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার, করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।