বনগাঁ পাইক পাড়ায় ১টি গোডাউনে আগুন

0
1331

দেশের সময়,বনগাঁ: বৃহঃস্পতিবার দুপুর ৩টে নাগাদ উত্তর ২৪ পরগনার বনগাঁ পাইক পাড়া বাজার এ একটি ব্লিচিং পাউডার এর গোডাউনে হঠাৎই আগুন লেগে যায়৷ স্থানীয় মানুষ দমকলে ঘটনার বিবরণ জানাতেই ঘটনাস্থলে ছুটে আসে বনগাঁর দমকল এর দুটি ইঞ্জিন৷ বন্ধ হয়ে যায় বাগদা বনগাঁ রুটের যান চলাচল৷

আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ,দমকল কর্মীরা ঘন্টাখানে কের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসেন।স্থানীয় সূত্রে জানাযায় কয়েক লক্ষ্য টাকা মূল্যের ব্লিচিং পাউডার নষ্ট হয়ে গেছে৷ ঘটনার তদন্ত করছে বনগাঁ থানার পুলিশ৷

Previous articleরথে খুঁটি পুজো দিয়ে শুরু হল বনগাঁ ঐক্য সম্মিলনীর দুর্গা পুজোর প্রস্তুতি
Next article৪ এ পা রেখে চন্ডিপুরের রথযাত্রা টেক্কা দিল উত্তর২৪ পরগনায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here