বনগাঁয় শীতের পোষাক চুরি,তদন্তে নেমেছে পুলিশ

0
788

দেশের সময় : বনগাঁ শহরের প্রাণ কেন্দ্র অভিযান সংঘের কাছে যশোর রোডের ধারে একটি পোষাকের দোকানে  দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বুধবার ৷ ওই পোষাকের দোকানের মালিক  শশাঙ্ক দত্ত বলেন  প্রায় ৮০ হাজার টাকার শীতের পোষাক সহ নগদ ৮ হাজার টাকা  চুরি হয়েছে তাঁর দোকান থেকে । এ বিষয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগও করেন তিনি। তারপরই এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ|

দোকানের মালিক শশাঙ্ক বাবুর কথায়, অন্যদিনের মতোই  বুধবার সকালে দোকান খুলতেই চমকে উঠলাম, দোকান ঘরের মধ্যে সব কিছুই উল্টে পাল্টে পড়ে আছে চারিদিকে৷  শোকেস ভর্তি শীতের পোষাক সহ অন্যান্য দামী জামাকাপড় কিছুই নেই , প্রায় সবই খালি বেশির ভাগই চুরি হয়ে গেছে। দোকানের পেছন দিকের টিন কেটে ভেতরে ঢুকে এই কান্ড ঘটিয়েছে চোরেরা। এমনকী দোকানে রাখা নগদ ৮  হাজার টাকাও নিয়ে গেছে  চোরেরা৷

তিনি আরও বলেন, মঙ্গলবার বনগাঁর পাইকারী কাপড়ের হাট থেকে প্রচুর টাকার নতুন শীতের পোষাক তুলেছিলেন তার মধ্যে  বেছে বেছে শীতের দামী পোষাক গুলিই নিয়েছে চোরেরা ৷ সবে শীত পড়েছে তাই এই পোষাকগুলি  বিক্রির উদ্দেশ্যে দোকানে রেখেছিলেন তিনি। আর ওই রাতেই চোরেরা হানা দিয়ে নিয়ে পালাল সমস্ত শীতের পোষাক।

স্থানীয় ব্যবসায়ীরা জানালেন, ওই এলাকায় যশোররোডের উপরে বেশ কয়েকটি রাষ্টায়ত্ব ব্যাঙ্ক সহ বহু বড় বড় দোকান রয়েছে। কোথাও সিসি ক্যামেরা লাগানো নেই। আর সেই সুযোগকে কাজে লাগিয়েছে চোরেরা বলে ধারণা তাঁদের৷

স্থানীয় এক ব্যবসায়ী বেশ ক্ষোভের সঙ্গে জানালেন, বনগাঁয় ফের চুরি,রাহাজানির কথা শোনা যাচ্ছে ইদানিং পুলিশ প্রশাসন হয়তো শীতঘুমে আছেন৷ সন্ধ্যার পর পুলিশের টহলদারি আর বিশেষ চোখে দেখা মেলেনা। কিছু আধিকারিকদের নীল বাতি লাগান গাড়ী এ্যাম্বুলেন্সের ধাঁচে জরুরী পরিষেবার মতো যশোররোড ধরে এদিক ওদিক যেতে দেখা যায় ওই টুকুই৷

Previous articleঢাকা সফরে ভারতের রাষ্ট্রপতি, বেনাপোলে ১০ ভারতীয় ট্রাক চালকের উপর দুষ্কৃতি হামলার ঘটনায় উদ্বেবেগ বাড়ছে সীমান্ত বাণ্যিজ মহলে
Next articleKMC Elections: ‘যাঁরা এলাকার সমস্যা দেখতে পারবেন না, কাউন্সিলর হবেন না,বাড়ি তৈরির জিনিস কিনবেন কার থেকে কাউন্সিলর বলে দেবে না’ : হুশিয়ারি মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here