বনগাঁয় মৌন মিছিল,নিউ দীঘায় নিরাবতা পালন, কাশ্মীরে শহিদদের আত্মার শান্তি কামনায়

0
1442

দেশের সময় ওয়েবডেস্কঃ কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত সেনা কর্মীদের আত্মার শান্তি কামনায় বনগাঁর তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসের নেতৃত্বে রবিবার সন্ধ্যেয় এক মোমবাতি মিছিল বের হলো। এদিন সন্ধ্যে ছটা নাগাদ ১২র পল্লী ক্লাব থেকে এই মিছিল শুরু করে যশোর রোড হয়ে ত্রিকোণ পার্ক এ শেষ হয়। মিছিলে অংশ নেওয়া প্রায় হাজার জন বিভিন্ন বয়সের মানুষের প্রত্যেকের হাতে মোমবাতি এবং বুকে কালো ব্যাচ ছিল।পাশাপাশি এদিন বনগাঁ

জয়পুর স্পোর্টিং ক্লাবের সদস্যরাও মৌন মিছিল করে বিএস এফ ক্যাপ মোড়ে শহিদ বেদীতে মোমবাতি জ্বেলে নিহত সেনাদের কে শ্রদ্ধা জানান৷

নিউ দীঘাতে হোটেল ভেনাস গেস্ট হাউসের উদ্যোগে এদিন মোমবাতি জ্বেলে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত সেনা কর্মীদের আত্মার শান্তি কামনায় ১ মিঃ নিরাবতা পালন করেন গেস্ট হাউসের কর্মী সহ ভ্রমণার্থীরা।

Previous articleপ্লাজার কাঁটায় বিঁধে,যুবভারতীতে আটকে গেল ইস্টবেঙ্গল
Next articleতোমরা ঘুমিয়ে পড়,আমরা জেগে আছিঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here